হৃৎকম্পন পর্যবেক্ষণ, গতি ও দূরত্বের তথ্য
সংরক্ষণ, ইলেকট্রনিক তালা, অ্যালার্ম,
চুরি গেলে জিপিএসের ব্যবহার,
সরাসরি ভিডিও স্ট্রিমিংসহ নানা
সুবিধার স্মার্ট বাইক এনেছে এলই
স্পোর্টস। বর্তমানে চীনে পাওয়া
যাচ্ছে এ স্মার্ট বাইকটি। সিইএসে
দেখানো হয় বিশেষ এ বাইক।


স্মার্ট হেলমেট পরে কারখানার কাজ
করলে সেটি দেখা যাবে পর্দায়—এমন
সুবিধা নিয়ে তৈরি করা হয়েছে
ডাকরি নামের স্মার্ট হেলমেট।

ডিজিটাল ভিডিও সহকারীর কাজ
করার পাশাপাশি চার ধরনের ভিডিও
করার সুবিধা নিয়ে তৈরি হয়েছে
কোডাকের সুপার ৮ মুভি ক্যামেরা।
চলতি বছরের শেষের দিকে বাজারে
পাওয়া যাবে ক্যামেরাটি।

ধন্যবাদ


তথ্য প্রযুক্তি সেবায়, আপনাদের পাশে।

(ফেসবুকে আমি)

One thought on "সিইএসে নতুন প্রযুক্তি"

  1. Tajik Author Post Creator says:
    😀

Leave a Reply