স্মার্টফোনের ব্যাটারি যাতে দ্রুত চার্জ হয় সে ব্যবস্থা করতে এবার তারহীন চার্জার তৈরি করছে অ্যাপল কম্পিউটার ইনকরপোরেট। এই চার্জার দিয়ে নির্দিষ্ট দূরত্ব থেকে স্মার্টফোন চার্জ করা যাবে। আইফোন চার্জ দেওয়ার এই প্রযুক্তি নিয়ে অ্যাপল কাজ করে যাচ্ছে এবং আগামী বছরের শুরুতেই এই চার্জার বাজারে আসতে পারে বলে জানা গেছে।

বর্তমানে নির্দিষ্ট একটি জায়গায় কোনো যন্ত্রের ওপরে স্মার্টফোন রেখেই চার্জ করার পদ্ধতিটি ওয়্যারলেস চার্জিং পদ্ধতি হিসেবে বহুল প্রচলিত। অ্যাপল যদিও আগামী বছরেই নতুন এই চার্জার বাজারজাত শুরু করে তাহলে নতুন আইফোন ৭-এর সঙ্গে চার্জারটির ঘোষণা আসতে পারে বলে ধারণা করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।

দ্রুত চার্জ শেষ হওয়ার সমস্যা নিয়ে স্মার্টফোনের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হিসেবে কয়েক বছর ধরেই নানা গবেষণা চলছে। সর্বশেষ অ্যাপলের আইফোন ৬ প্লাস থেকে শুরু করে পরবর্তী ৬এস এবং ৬এস প্লাস মডেলের স্মার্টফোনগুলোতে আগের চেয়ে বেশি সময় চার্জ থাকছে বলে মত দিয়েছেন অনেক আইফোন ব্যবহারকারী। এ সেবাটিকে আরও দ্রুত সবার জন্য করতে এবার ওয়্যারলেস চার্জিং নিয়ে কাজ করছে অ্যাপল কর্তৃপক্ষ।

Source Url: HamWap.Com

One thought on "অ্যাপল আনছে তারহীন চার্জার"

Leave a Reply