গুগলের মেইল সেবা জিমেইল
ব্যবহারকারী সংখ্যা ১০০ কোটি
ছাড়িয়েছে। একই দিনে ফেসবুকের
অধীন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী
সংখ্যা ১০০ কোটির মাইলফলক ছুঁয়েছে
বলে ঘোষণা করেছে
হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই
আজ গুগলের মূল প্রতিষ্ঠান
অ্যালফাবেটের হয়ে প্রান্তিক আয়
ঘোষণার সময় জিমেইলের ১০০
কোটি ব্যবহারকারীর কথা উল্লেখ
করেন। অ্যাপলকে টপকে বিশ্বের
সবচেয়ে দামি প্রতিষ্ঠান এখন

অ্যালফাবেট।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের
প্রতিবেদনে বলা হয়েছে, জিমেইলের
১০০ কোটি ব্যবহারকারী পূর্ণ হওয়ায়
গুগলের মোট সাতটি সেবা ১০০
কোটি ব্যবহারকারীর সেবা
হিসেবে পরিণত হলো। এর আগে সার্চ,
ক্রোম, অ্যান্ড্রয়েড, গুগল প্লে, ম্যাপস
ও ইউটিউবের ব্যবহারকারী ১০০ কোটি
ছাড়িয়েছে।
গত বছরের মে মাসে ৯০ কোটি মেইল
সেবা ব্যবহারকারীর ঘোষণা
দিয়েছিল গুগল। ওই সময় ইনবক্স নামে
আরেকটি সেবা উন্মুক্ত করে
প্রতিষ্ঠানটি। ২০১২ সালের পর থেকে
জিমেইল ব্যবহারকারী সংখ্যা দ্বিগুণ
বেড়েছে।

সম্প্রতি মার্ক জাকারবার্গ

হোয়াটসঅ্যাপের ১০০ কোটি
ব্যবহারকারীর ঘোষণা দিয়ে বলেন,
প্রতিদিন এ সেবাটি থেকে চার
হাজার ২০০ কোটি বার্তা আদান-
প্রদান করা হয়।

ধন্যবাদ


তথ্য প্রযুক্তি সেবায়, আপনাদের পাশে।

(ফেসবুকে আমি)

Leave a Reply