ই-মেল হল একটা
পোস্টকার্ডের মতো যার তথ্য
অন্যরা জেনে ফেলতে পারে৷
আপনি আপনার মেলবক্স থেকে সব
মুছে ফেললেও মেল সার্ভারে
তা ব্যাকআপ হিসেবে জমা
থেকে যায়৷ আবার এই ব্যাক আপ
যারা তত্ত্বাবধান করেন তাদের
মাধ্যমে আপনার ব্যক্তিগত তথ্য
অন্যদের জেনে যাওয়ার একটি
সম্ভবনা থেকে যায়।

যখন কোনও ই-মেল একটা সার্ভার
থেকে অন্য সার্ভারে
স্থানান্তরিত হয় তখন অনেকগুলি
ধাপ অতিক্রম করতে হয় এবং এই

ধাপগুলি অতিক্রম করার সময় অন্য
ব্যক্তি তা জেনে ফেলতে পারে৷
তাই মেলের মাধ্যমে ব্যক্তিগত
তথ্য আদান প্রদান করবেন না৷
‘‘আপনি লক্ষাধিক টাকার লটারি
জিতেছেন’’ – এজাতীয় লোভনীয়
ই-মেলের ফাঁদে পড়ে উত্তর দিতে
গিয়ে বহু মানুষ প্রতারিত হয়েছেন৷
ফাঁদে পড়বেন না৷ এগুলিকে
উপেক্ষা করুন এবং প্রতারণা
হিসেবেই বিবেচনা করুন৷ অনেক
সময় অজানা ঠিকানা থেকে
বিনামূল্যের উপহারের লোভ
দেখিয়ে ই-মেলে আপনার
ব্যক্তিগত তথ্য জেনে নেওয়ার জন্য
ফাঁদ পাতা হয়।

সাধরণভাবে প্রতারকরা ই-মেলে
ঠিকানা চুরি করে নানা ধরনের
প্রলোভন দেখিয়ে ভুয়ো মেল

পাঠায়; আপনি তাতে অংশগ্রহণ
করলে বিশেষ বিশেষ কৌশলে
তারা আপনার ব্যক্তিগত তথ্য
সংগ্রহ করে নেয়।

ধন্যবাদ


তথ্য প্রযুক্তি সেবায়, আপনাদের পাশে।

…♦ ♦….(ফেসবুকে আমি)..♦…♦.

Leave a Reply