যন্ত্রে ব্যবহৃত মাইক্রোচিপ তৈরিতে
জোর দিচ্ছে চীনে। সামরিক সক্ষমতা ও
স্থানীয় প্রযুক্তি শিল্পের সক্ষমতা
বাড়াতে চীনের এই প্রচেষ্টা
দুশ্চিন্তায় ফেলেছে যুক্তরাষ্ট্রকে।
বিশেষজ্ঞরা বলছেন, চীন বিষয়ে
দুশ্চিন্তার বিষয়টি পরিষ্কার হয় যখন
নেদারল্যান্ডসভিত্তিক ইলেকট্রনিকস
কোম্পানি ফিলিপসের চীনা
বিনিয়োগকারীদের বাধা দিয়েছে
যুক্তরাষ্ট্র।
সেমিকন্ডাক্টর শিল্পে
বিশেষ করে মিসাইল সিস্টেম
তৈরিতে ব্যবহৃত হয় এমন চিপ তৈরিতে
চীনের সক্ষমতা অর্জনের বিষয়ে
ওয়াশিংটন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে
পড়েছে।
ফিলিপসের পক্ষ থেকে জানানো হয়,
২০১৫ সালের মার্চ মাসে
অটোমোবাইল ও লাইটি-এমিটিং
ডায়োড যন্ত্রাংশের ওপরে চীনের
দুটি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের
সঙ্গে করা চুক্তি বাতিল করা হয়েছে।
সেন্টার ফর স্ট্রাটেজিক অ্যান্ড
ইন্টারন্যাশনাল স্টাডিজের গবেষণা
প্রতিষ্ঠানের প্রতিবেদনের কারণে
ধন্যবাদ
তথ্য প্রযুক্তি সেবায়, আপনাদের পাশে।
…♦ ♦….(ফেসবুকে আমি)..♦…♦.