স্মার্টফোন দ্রুতই উন্নত থেকে
উন্নততর হচ্ছে নয়া প্রযুক্তি
স্মার্টফোনকে আরও আধুনিক ও
ইউজার-ফ্রেন্ডলি করে তুলছে৷ এক
নজরে দেখে নেয়া যাক চলতি বছর
স্মার্টফোনে কোন ৯টি নতুন
ফিচার যোগ হতে চলেছে-

১. কনট্যাক্টলেস চার্জিং:


চার্জার গুঁজে ফোনে চার্জ
দেয়ার দিন ফুরিয়েছে৷
‘ওয়্যারলেস’ চার্জারের কনসেপ্ট
এসে গিয়েছে, কিন্তু এখনও
সেভাবে নজর কাড়েনি৷ এবছর
‘কনট্যাক্টলেস চার্জিং’ আরও
সহজলভ্য হতে চলেছে৷ এখন
সাধারণত উইন্ডোজ ফোন ও
স্যামসংয়ের দামি মডেলগুলিতে
তার ছাড়াই চার্জ দেয়ার সুবিধা
রয়েছে, কিন্তু চলতি বছর সেই
সুবিধা কম দামি ফোনেও মিলবে৷

২. গায়েব হবে হেডফোন জ্যাক:


আইফোন পথ দেখাচ্ছে, তবে এ বছর
আরও কয়েকটি নামজাদা
স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা এই
পথে হাঁটবে৷ এবছরের কয়েকটি
ফোনে হেডফোনে জ্যাক থাকবে
না! ভাবছেন, ৩.৫ এমএম জ্যাক না
থাকলে গান-রেডিও শুনবেন
কিভাবে? কেন, ব্লুটুথ রয়েছে তো!
শোনা যাচ্ছে, আসন্ন আইফোনেই
নাকি হেডফোনের জ্যাক থাকছে
না৷ তবে এবছর কিন্তু আরও কয়েকটি
ফোন বাধ্যতামূলক ব্লুটুথ
হেডফোনের ফিচারস নিয়ে
আসছে৷

৩. ডুয়েল ডিসপ্লে:


ইয়োটাফোন ইতিমধ্যেই বাজারে এনেছে দুই
স্ক্রিনের মোবাইল৷ তারপর এলজি
এনেছে তাদের ভি ১০ মডেল,
যেখানে একটি বড় ডিসপ্লে ও
আরেকটি ছোট ডিসপ্লে একসঙ্গে
ব্যবহার করতে পারেন ইউজাররা৷
এবছর সেই প্রবণতা আরও বাড়বে৷ এখন
একটা প্রশ্ন রয়েই যাচ্ছে, একই
ফোনে দু’টি স্ক্রিন কি সবসময়
কাজে লাগবে? সে প্রশ্নের উত্তর
মিলবে এবছরই l

৪. অন্তত ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ:


এখন মোটামুটি দামি
স্মার্টফোনে ১৬ জিবি পর্যন্ত
ইন্টারনাল স্টোরেজ মেলে, কিন্তু
এবছর ‘হেভি ইউজার’-দের কথা
মাথায় রেখে যে সমস্ত
স্মার্টফোন বাজারে আসবে
তাদের ন্যূনতম স্টোরেজ
ক্যাপাসিটি হবে ৩২ জিবি৷
আসলে ক্যামেরার গুণগত মান যত
উন্নত হচ্ছে, ছবির সাইজও বাড়ছে৷
সেই সব ছবি, প্রচুর অ্যাপস, গেমস
ফোনে লোড রাখতে হলে ৩২
জিবি মেমোরি থাকতেই হবে৷

৫. 4K ভিডিও:


এখনকার বাজারচলতি স্মার্টফোনে
বেশিরভাগই টু-কে স্ক্রিন ব্যবহৃত হয়|
সোনি-র জেড ৫ মডেলে এখন
ফোর-কে ভিডিও দেখার সুযোগ
মিললেও ডিসপ্লে সবসময় ফোর-কে
রেজোলিউশন দেখায় না৷ আবার
এটাও ঠিক, ভারতীয় ইউজাররা
এইচডি ও ফোর-কে ভিডিও-র
পার্থক্যও সবসময় বোঝেন না৷
‘ভার্চুয়াল রিয়ালিটি’-র কনসেপ্ট
যত জনপ্রিয় হবে, ততই এ দেশের
স্মার্টফোন বাজারে ফোর-কে
রেজোলিউশন সমৃদ্ধ ফোন আসবে৷

৬. প্রেসার সেনসিটিভ ডিসপ্লে:


২০১৫ সালে অ্যাপেল তাদের
সিক্স এস মডেলে থ্রিডি টাচ-এর
কনসেপ্ট নিয়ে এসেছে৷ বিষয়টা
কী? ধরুন ফোনের কোনও কি-প্যাড
আপনার একবার টেপার দরকার, তখন
আপনি টাচ স্ক্রিনে একবার
আলতো করে চাপ দিলেন৷ আবার
কখনও দুই বা ততোধিক বার চাপ
দেওয়ার দরকার পড়লে স্ক্রিনটি
আরেকটু বেশি সময় ধরে চেপে
রাখলেই আপনার কার্যসিদ্ধি হবে৷
একেই বলে ‘প্রেসার সেনসিটিভ
ডিসপ্লে’৷ অ্যাপেল ছাড়াও এবছর
আরও কয়েকটি সংস্থা এই প্রযুক্তির
ওপর গুরুত্ব দেবে৷

৭. স্পষ্ট কথা:


ভয়েস ওভার এল টি ই,
সংক্ষেপে ‘ভোল্ট’ এবছর জনপ্রিয়
হবে৷ তার মানে মোবাইল ফোনে
আপনার বলা কথা অপরপ্রান্তে
থাকা মানুষটি আরও স্পষ্ট ও
পরিষ্কার শুনতে পাবেন৷ কমবে কল
ড্রপ৷ এখনও বেশ কয়েকটি মডেলে এই
ফিচার মেলে, কিন্তু ভারতে
ভোল্ট-এর পরিষেবা এখনও চালু
হয়নি৷ তবে রিলায়েন্স জিও
আসার পরে চিত্রটা পাল্টাবে
বলে মনে হয়৷

৮. আই-স্ক্যানার:


হালে বাজারে
জনপ্রিয় হয়েছে ফিঙ্গার-প্রিন্ট
স্ক্যানার, বা আঙুলের ছাপে ফোন
‘আন-লক’ করার পদ্ধতি৷ কিন্তু এবছর
জনপ্রিয় হবে চোখের সাহায্যে
ফোন অন-লক করার পদ্ধতি যার
পোশাকি নাম আই-স্ক্যান৷
মাইক্রোসফট লুমিয়া ৯৫০ ও ৯৫০ এক্স
এল মডেলে এই সুবিধা মেলে৷
এলজি ও স্যামসংও এখন আই-
স্ক্যানার সুবিধাযুক্ত ফোন
বাজারে আনার চেষ্টা
চালাচ্ছে৷

৯. শক্তিশালী ডুয়েল ক্যামেরা:


সস্তার ফোনে এখন ডুয়েল
ক্যামেরা মিললেও সামনের
ক্যামেরার রেজোলিউশন
অধিকাংশ সময়ই কম হয়৷ অনেকসময়
ভিজিএ ক্যামেরাতেই ‘সেলফি’
তুলতে বাধ্য হন ইউজাররা৷ কিন্তু
এবছর এমন সব ফোন বাজারে আসবে,
যার সামনেও ৮-১৬ এমপি
ক্যামেরা থাকবে৷ যুগের
চাহিদার সঙ্গে তাল মেলাতে
চিনা-কোরিয়া তো বটেই,
ভারতীয় স্মার্টফোনেও ফ্রন্ট
ক্যামেরাকে শক্তিশালী করা
হচ্ছে l

ধন্যবাদ


তথ্য প্রযুক্তি সেবায়, আপনাদের পাশে।

…♦ ♦….(ফেসবুকে আমি)..♦…♦.

3 thoughts on "এক নজরে দেখে নিন, চলতি বছরে স্মার্টফোনে যোগ হতে যাওয়া ৯টি নতুন ফিচার!"

  1. Sandy Man Contributor says:
    Symphony er kono notun model astese emon phn a ki ei subidha pawa jabe?
    1. Tajik Ahsan Author Post Creator says:
      কিছুদিন অপেক্ষা করেন, হয়তো আসবে 🙂
    2. Sandy Man Contributor says:
      Ok thx fr informing me.plz via Jodi kono khoj pan amare ektu janaien?

Leave a Reply