২০১৫ সালে ১৮টি স্মার্টফোন
ছেড়েছিল স্যামসাং। ফোরামে
ঘোষণা এল গ্যালাক্সি এ-৫ ও এ-৭
২০১৬ সংস্করণের দুটি স্মার্টফোন
আসছে। ধাতব আর কাচ দিয়ে তৈরি এ
দুটি স্মার্টফোনে বেশ আশাবাদী
স্যামসাং। জানালেন স্যামসাং
ইন্ডিয়ার পরিচালক (মোবাইল
বিজনেস) মনু শর্মা। বাংলাদেশের
বাজারে শিগগিরই আসবে ফোন দুটি।
গ্যালাক্সি নোট ৫ আসছে এবার দুটি
সিমকার্ড ব্যবহারের সুবিধা নিয়ে।

স্যামসাংয়ের এই ফোনগুলো চতুর্থ
প্রজন্মের (ফোরজি) নেটওয়ার্ক সমর্থন
করে। বাংলাদেশে এখনো
ফোরজি চালু হয়নি। বিকেলে
ফোরামে এক কথোপকথনে মনু শর্মা
বললেন, ‘আমরা ফোরজির বাজার
নিয়ন্ত্রণে রাখতে চাই। তাই আগেই
ফোরজি প্রযুক্তির ফোন বাজারে
ছাড়া হচ্ছে। যখন ফোরজি চালু হবে
তখন যাতে গ্রাহক এই নেটওয়ার্ক ব্যবহার
করতে পারে।’

ফোরামে নতুন টেলিভিশনের
ঘোষণা এল এসইউএইচডি টিভির। ৭০০
কোটি রঙে ছবি দেখাবে এই টিভি।
আর ইন্টারনেট তো আছেই। স্মার্টঘড়ি

গিয়ার এস–২ এখন আরও উন্নত করেছে
স্যামসাং। বেশ কটি মডেলের ঘড়ির
দেখা মিলল ফোরামে। 
বেশি দিন হয়নি। ‘ইন্টারনেট অব থিংস’
নামে একটি বাক্য চালু হয়েছে। এর
মানে হলো ঘর-গেরস্থালির সবকিছুই
যেন ইন্টারনেটে l

যুক্ত থাকে। ইন্টারনেট বা অন্য
কোনো নেটওয়ার্কে যুক্ত থাকা
যন্ত্রগুলোই ‘স্মার্ট’। সঙ্গে পর্দা ছুঁয়ে
কাজ করার সুবিধা থাকতে হয়।
স্যামসাং ফোরামে নতুন কিছু ঘরের
কাজের পণ্য দেখা গেল। কার্পেট বা
মেঝে পরিষ্কারের জন্য দেখা গেল
পাউ রোবট নামের এক ভ্যাকুয়াম
ক্লিনার। এর সঙ্গে ক্যামেরা আছে।

সেই যান্ত্রিক চোখে মেঝের ময়লা
দেখে দেখে যন্ত্রটি এগোয়, বাতাস
দিয়ে ময়লা শুষে নেয়। কাজ করে একা
একাই। এ ছাড়া স্মার্টফোন দিয়েও
একে নিয়ন্ত্রণ করা যায়। নতুন যে
রেফ্রিজারেটর দেখানো হলো
সেটি ‘পাঁচের ভেতর এক’। এতে আছে
দুটি কমপ্রেসর। মজা হলো ওপরের
ফ্রিজার খালি থাকলে তখন সেটার
কমপ্রেসর বন্ধ থাকবে, নিচেরটা চলবে।
আবার নিচেরটা খালি থাকলে
উল্টো কাজ হবে। দেখা গেল কাপড়
ধোয়ার নতুন যন্ত্র অ্যাডওয়াশ। কাপড়
ধুতে দিলেন, ধোয়া শুরু হলো, তখন

হয়তো মনে পড়ল আরও কটি কাপড় ধুতে
হবে। চিন্তা নেই। নতুন কাপড় যোগ
করা যাবে এ যন্ত্রে।

ওয়াশিং মেশিনটি স্মার্টফোন দিয়েই
নিয়ন্ত্রণ করা যায়। নতুন আরেকটি যন্ত্র
দেখাল স্যামসাং-স্মার্ট ওভেন।
হাতের মুঠো আর ঘরের যত যন্ত্রপাতি
সবকিছুকেই স্মার্ট বানানোর চেষ্টা
করছে স্যামসাং। ফোরামের সংবাদ
সম্মেলনের শেষে পর্দায় দেখানো
হলো এক প্যান্ডোরার বাক্স। বন্ধ
সেটি। তবে আরও ঠিকরে বেরোচ্ছে।
এই বাক্স খোলা হবে ২১ ফেব্রুয়ারি,
স্পেনের বার্সেলোনায়। এটি
থেকে সম্ভবত বের হবে গ্যালাক্সি এস
৭ স্মার্টফোন। স্যামসাং প্রযুক্তির
নতুন চমক।

ধন্যবাদ


তথ্য প্রযুক্তি সেবায়, আপনাদের পাশে।

…♦ ♦….(ফেসবুকে আমি)..♦…♦.

One thought on "সবকিছুই স্মার !"

Leave a Reply