পিপীলিকায় নতুন পাঁচ সুবিধা l
এগুলো হলো সাম্প্রতিক
সংবাদ, কেনাকাটা,চাকরি খোঁজা,
লাইব্রেরি ও বানান সংশোধনী।
৫ ফেব্রুয়ারি বিকেলে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও
প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি)
এম এ ওয়াজেদ মিয়া আইআইসিটি
ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক
সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সম্মেলনে পিপীলিকায় নতুন যুক্ত হওয়া
সুবিধাগুলোর বিভিন্ন দিক নিয়ে কথা
বলেন বিশ্ববিদ্যালয়টির কম্পিউটার
বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই)
বিভাগের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল,
ফলিতবিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন
ব্যবস্থাপক আবু নাছের ও সিএসই
বিভাগের সহকারী অধ্যাপক রুহুল আমিন।
পিপীলিকায় বাংলাদেশের প্রধান
পত্রিকাগুলোর সংবাদ, বাংলা ব্লগ,
বাংলা উইকিপিডিয়া ও সরকারি তথ্য
একসঙ্গে পাওয়া যাবে বলে জানানো
হয় সংবাদ সম্মেলনে। পিপীলিকা
লাইব্রেরিতে দেশীয় বিভিন্ন
প্রকাশনী ও অনলাইনে বইয়ের
দোকানের তথ্য পাওয়া যাবে। এ বছরের
বইমেলায় প্রকাশিত বইয়ের তালিকাও
পাওয়া যাবে। পিপীলিকা জব সার্চ
ব্যবহার করে সব চাকরির খবর একসঙ্গে
পাওয়া যাবে। বাংলা বানানের
সন্দেহ দূর করতে বানান সংশোধনীর
সুবিধাও যুক্ত করা হয়েছে। সবশেষে
বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপস্থিত
বক্তারা।
ফেব্রুয়ারি মাসব্যাপী চলবে বাংলা
বানান নিয়ে তৈরি গেম শব্দকল্পদ্রুম ও
প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার
হিসেবে স্মার্টফোন জেতার সুযোগ
রয়েছে।
বিস্তারিত দেখুন পীপিলিকার ওয়েব সাইট-
পীপিলিকা
ধন্যবাদ
তথ্য প্রযুক্তি সেবায়, আপনাদের পাশে।
…♦ ♦….(ফেসবুকে আমি)..♦…♦.
3 thoughts on "বাংলাদেশি ওয়েবসাইট (সার্চ ইঞ্জিন) পিপীলিকায় পাঁচটি নতুন সুবিধা যোগ করা হয়েছে।"