রাশিয়ান গবেষকরা
শত্রুদের উপর গোপন নজরদারি করার জন্য
আবিষ্কার করলো তেলাপোকা আকৃতির
গোয়েন্দা রোবট। সম্প্রতি এই আবিষ্কারটিকে
টিভিতে হাজির করে দেখালেন তাদের রোবট
তৈরিতে বিশেষ পারদর্শীতা।
বিজ্ঞানীরা তেলাপোকা আকৃতির একটি
রোবট তৈরি করেছেন, যা ভূমিকম্পের পর
আটকে পড়া মানুষদের উদ্ধারে সহায়তা করবে।
ন্যাশনাল একাডেমি অব সায়েন্সের একটি

জার্নালে এই আবিষ্কারের তথ্য প্রকাশ করা
হয়েছে।

ফলে ভূমিকম্পের শিকার কোন এলাকায়
মাটি বা ভবনের নীচে আটকে পড়াদের কি
অবস্থা, তা সহজেই জানা যাবে। তেলাপোকার
মতোই এটি যেকোনো জায়গা বা উঁচুতে উঠে
পড়তে পারবে।

গবেষকরা বলছেন, পোকামাকড়ের মতোই এটি
যেকোন ধ্বংসস্তুপ বা ময়লার ভিতর দিয়ে
যাতায়াত করতে পারবে। এর সঙ্গে থাকা
কামেরা ধসে পড়া বাড়িগুলোর অলিগলিতে
গিয়ে গিয়ে ছবি পাঠাতে পারবে।

ধন্যবাদ


তথ্য প্রযুক্তি সেবায়, আপনাদের পাশে।

…♦ ♦….(ফেসবুকে আমি)..♦…♦.

Leave a Reply