স্যামসাং জেড ১ স্মার্টফোন
ব্যবহারকারীরা শিগগিরই টাইজেন
সফটওয়্যারের হালাগাদ সংস্করণ
পাবেন। টাইজেন ২ দশমিক ৪ সংস্করণটি
শিগগিরই বাংলাদেশ, ভারত, নেপাল
ও শ্রীলংকার জেড ১ স্মার্টফোনের
জন্য উন্মুক্ত করবে স্যামসাং।

এনডিটিভির এক খবরে বলা হয়েছে,
টাইজেনের হালানাগাদ সংস্করণটি
ভারতের বাজারে উন্মুক্ত করতে শুরু
করেছে স্যামসাং। গত বছরের
সেপ্টেম্বর থেকে এই অপারেটিং
সিস্টেমটি পরীক্ষামূলকভাবে চালু
করেছিল প্রতিষ্ঠানটি। ২৬২
মেগাবাইটের এই সফটওয়্যারটিতে বেশ
কিছু নতুন ফিচার এসেছিল।

উপমহাদেশের বাজার ধরতে চারটি
দেশে টাইজেন ২.৩ অপারেটিং
সিস্টেমনির্ভর টাইজেন জেড ১ ফোন

বাজারে ছেড়েছিল স্যামসাং।
নতুন ফিচার হিসেবে হোয়াটসঅ্যাপ
কলিং মেসেজ, স্মার্ট ম্যানেজার,
ক্যামেরা, মিউজিক প্লেয়ার, ভিডিও
রেকর্ডার ও সেটিংস অ্যাপ উন্নত
করেছে স্যামসাং। স্মার্টফোনটির লক
স্ক্রিনও উন্নত হয়েছে। নতুন আপডেটে
ব্যাটারি খরচ ৫০ শতাংশ কমবে।

হালনাগাদ সংস্করণটি পেতে
সেটিংস অপশনের অ্যাবাউট
ডিভাইসের সফটওয়্যার আপডেট অংশে
যেতে হবে।
গত বছরের নভেম্বর মাসে স্যামসাং
দাবি করেছিল, অপারেটিং সিস্টেম
হিসেবে ব্ল্যাকেবেরিকে পেছনে
ফেলে শীর্ষ পাঁচ অপারেটিং
সিস্টেম হিসেবে উঠে এসেছে।

গত বছরের অক্টোবের টাইজেন চালিত
জেড ৩ ভারতের বাজারে উন্মুক্ত করে
স্যামসাং। এতে স্যামসাংয়ের
হালনাগাদ সংস্করণটি রয়েছে।
টাইজেন অপারেটিং সিস্টেম ব্যবহার
করে শিগগিরই হাই এন্ড বা ফ্ল্যাগশিপ

স্মার্টফোন স্যামসাং বাজারে আনবে
বলে গুঞ্জন রয়েছে।

এ ছাড়া জেড
সিরিজের পাশাপাশি আরও নতুন
সিরিজের টাইজেনচালিত ফোন
বাংলাদেশ, ভারতসহ উপমহাদেশের
বেশ কয়েকটি দেশে ছাড়তে পারে।

ধন্যবাদ


তথ্য প্রযুক্তি সেবায়, আপনাদের পাশে।

…♦ ♦….(ফেসবুকে আমি)..♦…♦.

One thought on "টাইজেনকে সামনে আনছে স্যামসাং"

  1. Bdabulbasher Contributor says:
    tyzen e ki Android kinba windows suport korbe?

Leave a Reply