আসন্ন স্যামসাং গ্যালাক্সি এস৭
স্মার্টফোনে থাকতে পারে
‘অলওয়েজ-অন’ ফিচার। অর্থাৎ,
ফোনটির ডিসপ্লেটি সবসময়ই
সজাগ থাকবে এবং ফোন চালু না
করেও এটি বিভিন্ন তথ্য সাদা-
কালো ডিসপ্লের মাধ্যমে
দেখাবে। সম্প্রতি এক
প্রতিবেদনে এমন তথ্য
জানিয়েছে সংবাদমাধ্যম ৯টু৫
গুগল।

ফিচারটি গুগলের অ্যান্ড্রয়েড
চালিত পরিধেয় স্মার্টওয়াচ এবং
এবং স্যামসাংয়ের গিয়ার এস২
স্মার্টওয়াচে বিদ্যমান।

ফিচারটির মাধ্যমে
ব্যবহারকারীরা যেকোন সময় ওয়াচ
না চালু করেও সর্বদা সজাগ সাদা-
কালো স্ক্রিনে সময়সহ প্রয়োজনীয়
তথ্যাদি দেখতে পান।

তবে এতে তেমন ব্যাটারী চার্জও
খরচ হয় না। কেননা স্ক্রিনটিতে
কোন উচ্চ মাত্রার আলো বা রঙ
নেই। গ্যালাক্সি এস৭-এ এরকম
ফিচারই থাকতে পারে।
এই একই ধরণের ফিচার ২০১৪ ও ২০১৫
সালের মোটো এক্স
স্মার্টফোনেও দেখা গেছে।

যেখানে ফোন চালু না করেও
ব্যবহারকারীরা ফোনের সাদা-
কালো স্ক্রিন থেকে প্রয়োজনীয়
সব তথ্য পেয়ে থাকেন।

যেহেতু, শোনা যাচ্ছে
স্যামসাং গ্যালাক্সি এস৭-এ

এএমওএলইডি স্ক্রিন থাকবে
সেহেতু এতে এই ফিচার থাকা
যৌক্তিক শোনাচ্ছে (আইফোনে
এমন করতে পারে না)।

ধন্যবাদ


তথ্য প্রযুক্তি সেবায়, আপনাদের পাশে।

…♦ ♦….(ফেসবুকে আমি)..♦…♦.

One thought on "স্যামসাং গ্যালাক্সি এস৭-এ থাকতে পারে ‘অলওয়েজ-অন’ ফিচার"

Leave a Reply