দিন দিন পরিধেয় প্রযুক্তিপণ্যের
চাহিদা বাড়ছে। জনপ্রিয় হচ্ছে
শরীরের রক্তচাপ, ঘাম, হৃৎ​স্পন্দন মাপার
দরকারি প্রযুক্তিপণ্য। জাপানের দুটি
প্রতিষ্ঠান মিলে প্রযুক্তি সুবিধাসম্পন্ন
পোশাক তৈরি করেছে। এর নাম স্মার্ট
শার্ট। সাধারণত জামার ভেতরে
গেঞ্জির মতো বা অন্তর্বাসের মতো
এটি পরা যাবে।

শরীর ঠিক আছে কি
না, এই পোশাক সেই তথ্য স্মার্টফোনের
একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে
জানিয়ে দেবে।
জাপানের গুঞ্জি লিমিটেড ও

প্রযুক্তি প্রতিষ্ঠান এনইসি মিলে
নমনীয় সেন্সরযুক্ত পোশাক তৈরি
করেছে, যা হাঁটাচলার ধরন, হৃৎ​স্পন্দন,
ক্যালরিগ্রহণ প্রভৃতি তথ্য স্মার্টফোনে
পাঠাতে পারে।

পোশাকে ব্যবহৃত
বিদ্যুৎ পরিবাহী সুতা বিনা তারে
স্মার্টফোনে তথ্য পাঠাতে পারে।
স্মার্টফোনের তথ্য বিশ্লেষণ করে
দরকারি ব্যবস্থা নেওয়া যায়। এখনো
এই পোশাকের কোনো বাণিজ্যিক নাম
দেয়নি প্রতিষ্ঠানটি। গুঞ্জির এক
মুখপাত্র বলেন, দেশটির পশ্চিমাঞ্চলের
জিমনেশিয়ামগুলোতে মাসিক
ভাড়াভিত্তিক পোশাক সরবরাহ করবে
তারা।

এর আগে জাপানের একটি পোশাক
উৎপাদনকারী প্রতিষ্ঠান এমন অন্তর্বাস

তৈরির দাবি করেছিল, যা মানুষের
বসার ভঙ্গি উন্নত করতে পারে।

ধন্যবাদ


তথ্য প্রযুক্তি সেবায়, আপনাদের পাশে।

…♦ ♦….(ফেসবুকে আমি)..♦…♦.

Leave a Reply