প্রথম ডিজিটাল ক্যামেরা
১৯৭৫ সালের ডিসেম্বর মাসে
ফটোগ্রাফিক পণ্য নির্মাণকারী
প্রতিষ্ঠান কোডাকের ইঞ্জিনিয়ার
স্টিভ স্যাসন আবিষ্কার করেন ডিজিটাল
ক্যামেরা।
আকারে টোস্টার
মেশিনের মতো এ যন্ত্রটি ১০০X১০০
রেজ্যুলেশন বা ০.০১ মেগাপিক্সেল
করতে পারত। ছবি তোলার পর সেটি
সংরক্ষণ করা হত ক্যাসেটে।
অডিও ক্যাসেট আকারের সেই ক্যাসেটে
একটি ছবি সংরক্ষণ করতে সময় লাগত ২৩
সেকেন্ড। ছবি দেখার জন্য এর সঙ্গে
একটি স্পেশাল কম্পিউটার ও টেপ রিডার
ক্যামেরার সঙ্গে বিল্ট ইন ছিল।
টেপ থেকে এটি দেখতেও ২৩ সেকেন্ড সময়
লাগত।
ধন্যবাদ
তথ্য প্রযুক্তি সেবায়, আপনাদের পাশে।
…♦ ♦….(ফেসবুকে আমি)..♦…♦.