প্রথম মাইক্রোপ্রসেসর:
১৯৭১ সালের নভেম্বরে ইন্টেল নামের
একটি কম্পানি মার্কেটে নিয়ে আসে
সিঙ্গেল চিপের মাইক্রোপ্রসেসর ‘দ্য
ইন্টেল ৪০০৪’।

এটি তৈরির পেছনে
যাঁদের সবচেয়ে বেশি অবদান ছিল,
তারা হলেন ইন্টেল ইঞ্জিনিয়ার
ফেডেরিকো ফগিন, টেড হফ ও স্ট্যান
মেজর।

এই আবিষ্কারে ফলেই ছোট
হতে থাকে ইলেকট্রনিক পণ্য, বিশেষ
করে কম্পিউটারের আকার। কারণ এই

ইন্ট্রিগেট চিপের ফলে ছোট হতে
থাকে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা
সিপিইউ, মেমোরি ও ইনপুট-আউটপুট
কন্ট্রোল।


প্রথম কম্পিউটার মাউস:
১৯৬৪ সালের শেষ ভাগে স্ট্যানফোর্ড
রিসার্চ ইনস্টিটিউটের গবেষক ডগলাস
অ্যাঞ্জেলবার্ট সর্বপ্রথম মাউস
আবিষ্কার করেন।

তারা এমন একটি
ডিভাইস উদ্ভাবনের চেষ্টায় ছিলেন
যেটি ট্রাকিং বল, লাইট প্যানেল বা
জয়স্টিকের মাধ্যমে কাজ করতে সক্ষম
হবে। সেটি করতে গিয়েই
বিজ্ঞানীরা মাউস উদ্ভাবন করেন।

প্রথম মাউসটি তৈরি করা হয়েছিল কাঠের

চারকোনা ফ্রেমের মধ্যে। তার
ভেতরে ছিল ধাতুর চাকা। এর উপর একটি
লাল রংয়ের বাটনও ছিল।

ধন্যবাদ


তথ্য প্রযুক্তি সেবায়, আপনাদের পাশে।

…♦ ♦….(ফেসবুকে আমি)..♦…♦.

Leave a Reply