প্রথম অ্যালবাম কভার:
আজ থেকে ১০০ বছর আগে যখন মিউজিক
অ্যালবাম বের হত, তখন সেগুলো ব্রাউন
পেপার দিয়ে বানানো প্যাকেটে
মুড়িয়ে বাজারজাত করা হত। ১৯৩৮
সালে আসে পরিবর্তন।

সে বছর মার্কিন
গ্রাফিক ডিজাইনার অ্যালেক্স
স্টেইনউইজ কলম্বিয়া রেকর্ড থেকে
বের হওয়া রজার ও হার্টস নামের দুই
শিল্পীর যৌথ মিউজিক রেকর্ডটির
কভার বানান তিনি। সেটাই ছিল মোন
মিউজিক রেকর্ডের প্রথম কভার।


প্রথম ম্যাগাজিন
লন্ডন থেকে প্রকাশিত ‘দ্য জেন্টলম্যান’
হচ্ছে বিশ্বের প্রথম ম্যাগাজিন। এটি
প্রকাশিত হয়েছিল ১৭৩১ সালে। এটির
মাধ্যমে ‘ম্যাগাজিন’ শব্দটি প্রথম
আলোচনায় আসে। অ্যাডওয়ার্ড কেভ
নামের এক ভদ্রলোক ‘সিলভেনাস
আর্বান’ ছদ্মনামে এটির সম্পাদনা

করতেন।

১৯০৭ সালের সেপ্টেম্বরে দ্য
জেন্টেলম্যানের প্রকাশনা বন্ধ হয়ে
যায়।


প্রথম গগণচুম্বী ভবন
১৮৮৫ সালে আমেরিকার ইলিনয়
প্রদেশের শিকাগো শহরে নির্মাণ করা
‘হোস ইনস্যুরেন্স ভবন’-কে বিশ্বের প্রথম
গগণচুম্বী ভবন বলে মনে করা হয়।

১০তলাবিশিষ্ট ১৩৮ ফুট উচ্চতার এই ভবনটি
ইস্পাত ও সিমেন্টের সমন্বয়ে নির্মাণ
করা হয়। পরে দুটি তলা বাড়ানো হলে
এর উচ্চতা দাঁড়ায় ১৮০ ফুট। ১৯৩১ সালে
এটি ভেঙে ফেলা হয়।


বিশ্বের প্রথম ছবি
এ পর্যন্ত পাওয়া সবচেয়ে পুরনো ছবি
এটি। অনেকে বিশ্বের প্রথম তোলা
ছবি হিসেবেও আখ্যা দেন। ‘লা
গ্রাসের জানালা দিয়ে তাকিয়ে’
শিরোনামের এ ছবিটি ১৮২৬ সালে
তোলা হয়েছে।

ফ্রান্সের উদ্ভাবক ও
ফটোগ্রাফার নিসেফঁরি নাইপি
ফ্রান্সের সেইন্ট লুপ ডি ভেরেনাসের

লা গ্রাস কাউন্টি স্টেটে বসে ছবিটি
তুলেছিলেন। ছবিটি তোলার জন্য
ফটোগ্রাফার নাইপি নিজের হাতে
বানানো অবসকিউর ফোকাস ক্যামেরা
ব্যবহার করেছিলেন। আট বাই দশ ইঞ্চির
একটা প্লেটে ছবিটা ধারণ করেছিলেন
তিনি। প্রথম যুগে এখনকার মতো সুইচ
চাপলেই ছবি উঠে যেত না।

একটি ছবি তোলার জন্য ঘণ্টার পর ঘণ্টা সময় লাগত।
‘লা গ্রাসের জানালা দিয়ে তাকিয়ে’
ছবিটি তোলার জন্য সময় লেগেছিল আট
ঘণ্টা।

ধন্যবাদ


তথ্য প্রযুক্তি সেবায়, আপনাদের পাশে।

…♦ ♦….(ফেসবুকে আমি)..♦…♦.

Leave a Reply