বিসমিল্লাহির রাহমানির রাহীম। আস্সালামু আলাইকুম।


কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন ।
আপনাদের দোয়া আমি ভাল আছি। আজ একটা নতুন পোষ্ট শেয়ার করছি। আশা করি আপনাদের ভাল লাগবে।
Like me my page

_______________________________________________________
আগামী কয়েকদিনের মধ্যে স্যামসাং যে শুধু তাদের নতুন ফ্ল্যাগশীপ ফোন গ্যালাক্সি এস৭ অবমুক্ত করছে তা কিন্তু নয়, তারা এই ফোনটির একটি বড় সংস্করণও আমাদের সামনে নিয়ে আসবে। এরই মধ্যে সকলেরই জানা হয়ে গেছে সেই ফোনটি হলো ৫.৫ ইঞ্চি আকারের
গ্যালাক্সি এস৭ এজ।

এ দুটি ফোন নিয়ে কতো যে হাজার খবর বেরিয়েছে, এর
যে কতো শত ফাঁসকৃতি ছবি প্রকাশ পেয়েছে তার হিসেব
নেই। গতকাল আবারও গ্যালাক্সি এস৭ এজের বেশ
কতোগুলি ছবি আমাদের কাছে এসে পৌঁছেছে। এসব ছবি
দেখার পরে গ্যালাক্সি এস৭ ও এস৭ এজ আমাদের কাছে
আর তেমন কোন রহস্য নয়।

এবারের পাওয়া ছবিগুলি ডিভাইস দু’টির প্রমান
আকারের ছবি। এগুলোতে দেখা যাচ্ছে এতে
ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে। ভালো করে বিশ্লেষণ
করলে আরো স্পষ্ট যে, ছবিগুলি মোটেও মিডিয়ায়
ব্যবহারের জন্য তৈরি করা হয়নি, কারণ তাতে চক্চকে
ভাব অনুপস্থিত রয়েছে। এবার আরো যে বিষয়টি স্পষ্ট
হয়েছে তা হলো হাতের মুঠোতে ধরার সুবিধার জন্য
ফোনগুলির চারপাশের ধারগুলি আগের চেয়ে বেশি
বৃত্তকার করে বানানো। তাছাড়া এর হোম বাটন আগের
ডিভাইসগুলির চেয়ে বড়। বড় বাটন থাকার কারণে খুব
তাড়াতাড়ি ও অধিকতর যথাযথভাবে আঙুলের ছাপ
স্ক্যান করে দেখা সম্ভব হবে।
স্যামসাং শুধু স্মার্টফোন নয়, আরো নিয়ে আসছে একটি
নতুন গিয়ার ৩৬০ ক্যামেরা। তবে মজার খবর হচ্ছে যারা
আগে স্যামসাং গ্যালাক্সি এস৭ এর প্রি-অর্ডার দেবেন
তাদের জন্যে নাকি বিনামূল্যে একটি ফ্রি গিয়ার ভিআর
হেড সেট থাকছে। অবশ্য এই অফার গ্রহনের সুযোগ হয় তো
কেবল ইউরোপের ক্রেতারাই পাবেন।
যাহোক স্যামসাং গ্যালাক্সি এস ৭ ও গ্যালাক্সি এস ৭
এজের আনুষ্ঠানিক দেখা মিলবে রোববার, ২১
ফেব্রুয়ারি।
________________________________________________________

ফেছ্বুকে আমি
_________________________________________________________
আরো ভাল টিপ্স পেতে ভিজিট করেন TipsaLL24.Com

One thought on "স্যামসাং গ্যালাক্সি এস৭ এজের ছবি"

  1. idiot rasel Contributor says:
    ato boro comment korar kono dorakar ace? really a abal..

Leave a Reply