বিসমিল্লাহির রাহমানির রাহীম। আস্সালামু আলাইকুম।
আপনাদের দোয়া আমি ভাল আছি। আজ একটা নতুন পোষ্ট শেয়ার করছি। আশা করি আপনাদের ভাল লাগবে।
Like me my page
_______________________________________________________
অ্যাপেল তাদের পরবর্তী ডিভাইস সম্পর্কে এখনও
কোন ঘোষণা দেয় নি। কিন্তু তাই বলে কি তাদের ভক্তরা চুপ করে বসে থাকবেন? না, বরং তারা প্রবল উৎসাহে কুপারটিনোর এই প্রযুক্তি বিশারদের নানান সংবাদ সংগ্রহে নিয়োজিত আছেন। আগমী ১৫ মার্চ অ্যাপেল তাদের নতুন পন্য আবমুক্তি উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। সেদিনই অ্যাপেল ভক্তরা তাদের সংগৃহিত তথ্য ও প্রকৃত সংবাদ মিলিয়ে নেয়ার সুযোগ পাবেন।আমরা এরই মধ্যে অ্যাপেলের নতুন একটি ৪ ইঞ্চি
আইফোন ও আইপ্যাড এয়ার ৩ এর কথা জেনেছি। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী নতুন আইফোনটি পরিচিত হবে আইফোন ৫এসই নামে। এই সেটের সাথে আগের আইফোন ৫এস এর অনেক সাদৃশ্য থাকবে। অবশ্য তাতে কিছু নতুন ও উন্নত প্রযুক্তির ছোঁয়াও পাওয়া যাবে। অ্যাপেল এর বর্তমানের ৬এস প্রজম্মের ফোনগুলিতে যেমন অ্যাপেল এ৯ চিপ ব্যবহার করা হয়েছে তেমনি আইফোন ৫এসই’তেও সেই একই চিপ থাকছে। বিশেষ এ সংবাদটি আমরা পেয়েছি ব্লুমবার্গের প্রতিবেদন থেকে।নতুন ৪ ইঞ্চির এই আইফোনে আরো থাকছে এনএফসি, অ্যাপেল প্লে এবং লাইভ ফটোস। তবে এ ক্ষেত্রে এই সেটে থ্রিডি টাচ্ থাকবে কি না সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায় নি। ব্লুমবার্গের খবর বলছে যে, নতুন আইপ্যাড এয়ার ৩ এর প্রসেসরকে অনেক বেশি উন্নত করে তৈরি করা হয়েছে। এতে আইপ্যাড প্রো’র মতো নতুন প্রযুক্তির শক্তিশালী এ৯এক্স সংযুক্ত করার সম্ভাবনাই সবচেয়ে বেশি। এই ট্যাবলেটে অ্যাপেল পেন্সিল থাকবে, থাকবে কিবোর্ডের জন্যে দরকারী স্মার্ট কানেক্টর এবং অন্যান্য বৈশিষ্ট্যসমূহ।
যাহোক, আইফোন এসই ও আইপ্যাড এয়ার ৩ আগামী ১৫ মার্চ অবমুক্তির পরে আশা করা যাচ্ছে ১৮ মার্চ থেকে বাজারে কিনতে পাওয়া যায়।
________________________________________________________
ফেছ্বুকে আমি
_________________________________________________________
আরো ভাল টিপ্স পেতে ভিজিট করেন TipsaLL24.Com
One thought on "আইফোন ৫এসই’তে থাকবে এ৯ প্রসেসর"