তাইওয়ান ভিত্তিক প্রতিষ্ঠান তাদের ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট ৫ এপ্রিল থেকে গ্রাহকের হাতে পৌঁছে দেবে। আর এজন্য এখন থেকে এই হেডসেটের প্রি-অর্ডার নেয়া শুরু হয়েছে।

ফেসবুকের অকুলাস রিফট, সনির মরফিয়াস ভিআর, স্যামসাংয়ের গিয়ার ভিআর হেডসেটের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতেই ভিআর প্রযুক্তিপণ্যের বাজারে আসছে এইচটিসি। আর এর জন্য গেমিং ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠান ভালভের সাথে যৌথ উদ্যোগে ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট তৈরি করেছে এইচটিসি।

হেডসেটটিতে মোশন ট্র্যাকিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। ফলে হেডসেটের সাহায্যে গেমাররা ঘরে বসে থেকেই কম্পিউটারে তৈরি ভার্চুয়াল পরিবেশের মধ্যে চলাফেরা করতে পারবে।

হেডসেটটি ৭৯৯ ডলার দিয়ে প্রি-অর্ডার করা যাচ্ছে।

সুত্রঃ সিনেট

Leave a Reply