অ্যান্ড্রয়েড স্মার্টফোন হারিয়েছেন? কিছুতেই খুঁজে পাচ্ছেন না? বাসে, ট্রেনে বা রাস্তায় পড়ে গিয়েছে, অথবা বাড়িতেই কোথায় রেখেছেন, কিছুতেই মনে পড়ছে না কোথায় রেখেছেন। এমন তো অহরহ হয়ই। এবার আর চিন্তা নেই। দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে Google-এর দ্বারস্থ হওয়াই বুদ্ধিমানের কাজ। হ্যাঁ, Google-এ সার্চ করলেই পেয়ে যাবেন আপনার হারিয়ে যাওয়া স্মার্টফোনের হদিশ। কী ভাবে? জেনে নিন:- ১. Google সার্চে গিয়ে নিজের জি-মেল অ্যাকাউন্টে সাইন ইন করুন। ২. তারপর Google সার্চ-এ লিখুন, ‘Where is my phone’। ৩. একটি ম্যাপ আসবে। ম্যাপের ওপরে বাঁ দিকে আপনার ফোনের মডেল নম্বর লেখা থাকবে। ৪. Google আপনার ফোনের সঙ্গে যোগাযোগ করে বলে দেবে লোকেশন। ৫. তারপর দুটি অপশন আসবে। একটি অপশন রিং করার জন্য, অপরটি লক করার জন্য। রিং করার অপশনে ক্লিক করলে আপনার ফোনে টানা ৫ মিনিট রিংটোন বাজবে। লক অপশনে ক্লিক করলে মুহূর্তে আপনার ফোন লকড হয়ে যাবে। এরপরেও ফোনটি খুঁজে না পেলে থানায় রিপোর্ট করাই শ্রেয়। মনে রাখবেন, Google-এর এই পরিষেবা শুধুমাত্র অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীরাই পাবেন। আইফোন বা মাইক্রোসফট ব্যবহারকারীদের জন্য নয়।

সূত্র: এই সময়

7 thoughts on "স্মার্টফোন হারিয়েছেন? গুগলে সার্চ করুন"

  1. RANA PMR Contributor says:
    হচ্ছেনা ভাই
  2. সাইদ Contributor says:
    পাগলা হয়েছেন নাকি? হচ্ছে নাতো! পারলে screenshot দেন…
  3. khaledazmir Contributor says:
    পুরাপুরি বুঝিনি।কিভাবে কানেক্ট করব?
  4. akasadika Contributor says:
    bolod paicos naki!
  5. Ks Shuvo Contributor says:
    Ajob Google Sine in Korar Por Search dile.. (No results for: ‘Where is my phone’) Aita Ase…???
  6. ভাই যাদের হচ্ছে না তারা পারলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি
  7. Kabir Contributor says:
    Sala bolod..

Leave a Reply