বিসমিল্লাহির রাহমানির রাহীম। আস্সালামু আলাইকুম।


কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন ।

আমি আপনাদের কাছে নিয়ে এলাম একটি টেক


নিউজ ৫টি বিশ্ববিদ্যালয়ে ফ্রি ওয়াইফাই
দিয়েছে গ্রামীনফোন।

ঢাকা ও চট্টগ্রাম এর পাঁচটি বিশ্ববিদ্যালয়ে
পরীক্ষামূলকভাবে বিনামূল্যে ফ্রী ওয়াইফাই দিয়েছে
মোবাইল অপারেটর গ্রামীণফোন। প্রকল্প এর প্রাথমিক
অবস্থায় ঢাকার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়,
আমেরিকার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ

(এ আই ইউ বি)স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং চট্টগ্রামের
বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীগণ এ
ওয়াইফাই ইন্টারনেট এর সুবিধা পাচ্ছেন।
উদ্যোগের শুরুতেই গ্রামীণফোন তার গ্রাহকদের জন্য গড়ে
সর্বোচ্চ এক এমবিপিএস গতির ইন্টারনেট সেবা
দিতেছে। তবে শুধুমাত্র গ্রামীণফোন এর গ্রাহকরাই সেবাটি উপভোগ করতে পারবেন। গ্রামীণফোন এর সবার
জন্য ইন্টারনেট’ প্রচারণারই একটি অংশ হিসেবে
বিভাগীয় শহর দুইটিতে এই সেবা চালু করেছে মোবাইল
অপারেটর গ্রামীণফোন।

আশা করি আপনাদের ভালো লেগেছে,ভালো লাগলে কমেন্ট
করে আপনার মতামত জানতে ভুলবেন না। কেননা একটি
ভালো মতামত আরো একটি ভালো পোস্ট করার অনূপ্রেরণা
দেয়। আর ফেসবুকে শেয়ার করবেন,নিজে জানুন এবং অন্যকে
জানাতে সাহায্য করুন। নিয়মিত ফেসবুকে পোস্ট পেতে

আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে এক্টিব থাকুন।

Facebook A Ami
_________________________________________________________
আরো ভাল টিপ্স পেতে ভিজিট করেন TipsaLL24.Com

Leave a Reply