দিনাজপুর প্রতিনিধিঃ বাংলাদেশে এই প্রথমবারের মত থ্রিডি সফটওয়্যার আবিষ্কার করলেন দিনাজপুরের বালুবাড়ি এলাকার মুকারাম হোসেন রনি। এই সফটওয়্যারের মাধ্যমে খালি চোখেই থ্রিডি ছবি দেখা যাবে। কোনো ধরনের থ্রিডি টেলিভিশন বা থ্রিডি চশমার প্রয়োজন হবে না।

এই আবিষ্কারের মাধ্যমে বিগত দিনের সকল ধারণাকে পাল্টে দিলেন রনি। তার মতে, ‘এই সফটওয়্যার ব্যবহার করে কম্পিউটার, ইলেকট্রনিক ডিভাইস সহ খালি চোখেই দেখা যাবে, যে কোন বস্তুর থ্রি ডাইমনশান ছবি।’

রনি আরো সময়ের কন্থসরকে জানান, এই থ্রিডি প্রযুক্তি আছে শুধু আমেরিকাতেই। চোখে অপারেশন করা মানুষের কথা মাথায় রেখে এই সফটওয়্যারে তৈরির কথা জানান দিনাজপুরের এই তরুণ। বিশেষজ্ঞদের মতে, ‘উন্নত বিশ্বে এই প্রযুক্তি থাকলেও বাংলাদেশে এটাই প্রথম।’

2 thoughts on "বাংলাদেশে থ্রিডি প্রযুক্তি নিয়ে এল দিনাজপুরের রনি"

  1. Mymun Reza Contributor says:
    best of luck..
  2. asad_shafiq Contributor says:
    Eta amader I dinajpur..I leave in dinajpur I proud u…

Leave a Reply