বিসমিল্লাহির রাহমানির রাহীম। আস্সালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন ।
আপনাদের দোয়া আমি ভাল আছি। আজ একটা নতুন পোষ্ট শেয়ার করছি। আশা করি আপনাদের ভাল লাগবে।
Like me my page
_______________________________________________________
প্রথমে ষালাম ও শুভেচ্ছা গ্রহন করিবেন। উইন্ডোজ অপারেটিং
সিস্টেমে অনেক কারণেই ইন্টারনেট সংযোগে হঠাৎ সমস্যা
দেখা দিতে পারে। সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এমন
হলে কী করবেন?
আইপি ঠিকানায় সমস্যা হলে:
কাজ বন্ধ হয়ে গেলে IPConfig-এর মাধ্যমে TCP/IP network
configuration-এর বর্তমান অবস্থা দেখে DHCP I DNS
সেটিংসকে রিফ্রেশ করতে হবে। এটি করতে উইন্ডোজ ৭ বা
৮ অপারেটিং সিস্টেমের স্টার্ট মেনুতে cmd লিখে Ctrl + Shift
+ Enter চাপুন। কমান্ড প্রম্পট এলে এখানে ipconfig লিখে Enter
করলে ইন্টারনেট প্রটোকলের বর্তমান অবস্থা প্রত্যক্ষ করা
যাবে। আবার ipconfig/release লিখে এন্টার করলে বর্তমান আইপি
ঠিকানা মুক্ত হবে।
ঠিকানা পাওয়া যাবে। যদি এই কমান্ড চালালে সমস্যা দেখা দেয়
তাহলে আবার Ipconfig/Renew লিখে এন্টার করুন। ওপরের
কমান্ডগুলো চালানোর পর সমস্যা থেকে গেলে স্টার্ট
মেনুতে notepad লিখে এন্টার করুন। এখানে প্রথম লাইনে
ipconfig/release লিখে এন্টার করুন।
দ্বিতীয় লাইনে আবার ipconfig/renew লিখে নোটপ্যাডের
File-এ গিয়ে Save as চাপুন। iprenew.bat নামে ফাইলটি
ডেস্কটপে সেভ করে নিন। এবার যখনই সমস্যা হবে এই
ফাইলে দুই ক্লিক করলে সমস্যা সমাধান হবে।
ডিএনএস ক্যাশে সমস্যা হলে:
ডিএনএস ক্যাশ ক্ষতিগ্রস্ত হলে ঘন ঘন ইন্টারনেট সংযোগে
সমস্যা দেখা দেয়। রিসেট বা ফ্ল্যাশ করে ক্যাশের এই
সমস্যাকে দূর করা যায়। আগের চালু থাকা কমান্ড প্রম্পটের
বক্সে ipconfig/flushdns লিখে এন্টার করুন। Successfully
flushed the DNS Resolver Cache বার্তা দেখিয়ে নিশ্চিত করবে।
পরেরবার ipconfig/registerdns লিখে আবার এন্টার করুন। হোস্ট
ফাইলে যেকোনো প্রোগ্রামের ডিএনএস রেকর্ড হয়ে
যাবে এবং ডিএনএস ক্যাশের সমস্যা দূর হবে।
নেটওয়ার্ক টুল দিয়ে মেরামত:
উইন্ডোজ ৭ বা ৮-এর নেটওয়ার্ক সম্পর্কিত যেকোনো
সমস্যা নানা ধাপে ঠিক করতে উইন্ডোজেই তার সমাধান আছে। এ
যাবেন। এর নিচে Troubleshoot Problems-এ ক্লিক করে পরের
পর্দার Internet Connection-এ ক্লিক করতে হবে। এভাবে
পরবর্তী ধাপ অনুসরণ করলে স্বয়ংক্রিয়ভাবে নেটওয়ার্কে
সমস্যা খুঁজে নিয়ে তার সমাধান করা যাবে।
আজ েএ পর্যন্তই।দৈখা হবে আবার কোন নতুন টিউন নিয়ে।
________________________________________________________
ফেছ্বুকে আমি
_________________________________________________________
আরো ভাল টিপ্স পেতে ভিজিট করেন TipsaLL24.Com