আপনার স্মার্টফোন/মোবাইল ফোন
দিয়ে চাইলে সহজেই মালটিমিডিয়া
প্রজেক্টর বানিয়ে ফেলতে পারেন।
মোবাইল ফোন দিয়ে প্রজেক্টর
বানাতে খুব বেশি খরচও হবে না বা
দামি ফোনেরও দরকার নেই।

যা যা লাগবে
একটি কার্ডবোর্ড বক্স (জুতার বাক্স
হলেও চলে), টেপ, একটি আতশ কাচ
(ম্যাগনিফাইং গ্লাস), একটি পেপার
ক্লিপ, তীক্ষ্ণধার চাকু আর আপনার
স্মার্টফোন।

যেভাবে বানাবেন
১. কার্ডবোর্ড বাক্সের এক প্রান্তে
আতশ কাচটির মাপ নিন। কলম বা

পেন্সিল দিয়ে চারপাশে দাগ দিন।

২. এবার দাগ বরাবর চাকু দিয়ে কাটুন।

৩. এবার ভেতরের দিকে আতশি কাচটি
টেপ দিয়ে ভালোভাবে আটকে দিন।

4. পেপার ক্লিপটি এমনভাবে বাঁকিয়ে
নিন যাতে স্মার্টফোনটি কাত করে
ধরে রাখার জন্য একটি স্ট্যান্ড হয়।

কীভাবে কাজ করে
আতশ কাচটি আপনার ফোনের যেকেনো
ভিডিওর উল্টো বিম্ব তৈরি করবে।
সোজা বিম্ব দেখতে মোবাইল
স্ক্রিনটি উল্টো করে রাখতে হবে
অথবা বাক্সটিই উল্টো করে স্থাপন
করতে হবে।

ভালো ছবি পেতে ফোনের ব্রাইটনেস
সর্বোচ্চ রাখতে হবে

ভূল হলে মাফ করে দিবেন
এটা আগে অন্য জায়গায় প্রকাশিত
হয়েছিল।

অার নতুন নতুন গান পেতে ভালবাসা মেলা LoveMela.Com তে ভিজিট করুন।

আমি সব সময় চাইব আপনাদের যেন ভাল
কিছু দিতে পারি।

7 thoughts on "আপনার মোবাইল ফোন দিয়ে বানিয়ে ফেলুন মাল্টিমিডিয়া প্রজেক্টর"

  1. mafijulrana Contributor says:
    ভাই এইসব উপকরন পাব কই???.হা
    1. Riaz Author Post Creator says:
      kI bolan aisob upkon joger kora bashi akta bapper na…
  2. শাওন Contributor says:
    Havy jodi kaj hoi
  3. yaasin vai Contributor says:
    সাদা পরদায় আলো পড়বে কিভাবে ? অতো দূরে……….
    1. Sami Contributor says:
      brightness high kore diben
  4. sabnur Contributor says:
    আতশ কাচ পাব কোথায় via
  5. Riaz Author Post Creator says:
    libarry….or….cosma ar dokhana

Leave a Reply