আসসালামু আলাইকুম
আমি যে প্রজেক্টটা বানাইছি, সেটাতে আছে–

১.Auto gate system
মানে কেও গেইটের সামনে আসলেই সেটা খুলে যাবে।

২.Light sensor system
এতে দিনের বেলায় একাই লাইট নিভে যাবে আর রাত হলে একাই লাইট জ্বলে উঠবে

৩.Auto water pump
ট্যাংকের পানি শেষ হলে একাই মটর চালু হবে। আর ভরে গেলে একাই অফ হয়ে যাবে।

৪)Earth Quack Alarm

ভূমিকম্প হওয়ার সাথে সাথে এটি Alarm দিবে।

৫)Fire Alarm
আগুন ধরলে এটি স্বয়ংক্রিয়ভাবে Alarm দিবে

৬)Boundari Security System
কেও দেওলের উপর উঠলেই এটা সংকেত দিবে

৭) Bluetooth cam security
কে ভিতরে আসলো আর বের হলো সবই এই ক্যামেরায় ধরা পরবে। এইটার জন্য প্রয়োজন একটা Android Phone আর একটা Laptop.

আমার এই প্রজেক্টটি প্রকাশিত হয় ময়মনসিংহ বিজ্ঞান মেলা ২০১৬তে।
You tube এ ভিডিওটি দেখতে এখানে যান।
আর ভিডিওটি যে কোনো Formatএ ডাউনলোড করতে এখানে যান।

কিভাবে এই সার্কিট গুলা বানাতে হবে জানতে চোখ রাখুন আমার পোস্ট গুলাতে শীঘ্রইই টিউটোরিয়াল গুলা দিয়ে দিবো।

যারা SSC Exam শেষ করলা তারা ঘরে বসে না থেকে সময়টা কাজে লাগাও। আল্লাহর রাস্তায় বের হয়ে ৪০টা দিন কাটিয়ে আসো। এইরকম সু্যোগ আর পাবা নাহ।

আল্লাহ হাফিয।

10 thoughts on "যারা বিজ্ঞান মেলায় প্রজেক্ট দিতে চান তারা দেখে নিন আমার প্রোজেক্ট"

  1. Mamun9225 Contributor says:
    ভাই টুউটোরিয়াল টা তাড়াতাড়ি দিলে ভাল হতো।।।
  2. মোঃ মুফ্তি Author Post Creator says:
    ইনশাআল্লাহ চেষ্টা করবো
  3. SadazFx Contributor says:
    lol Dakat aslew gate Open hbe ? Abl?
    1. মোঃ মুফ্তি Author Post Creator says:
      bluetooth security cam আছেরে পাগলু!!!!
  4. Virus Contributor says:
    amader collage er project fair a amader ak teacher arokom kisu project banaisilo
    1. মোঃ মুফ্তি Author Post Creator says:
      কোন কলেজ???
  5. Virus Contributor says:
    Mirpur MAWTS Institute Of Technology
    1. মোঃ মুফ্তি Author Post Creator says:
      ও আচ্ছা
    2. TafeOpu Contributor says:
      টিউটোরিয়ালটা খুজে পেলাম নাহ :/

Leave a Reply