আসসালামু আলাইকুম আমার
প্রাণপ্রিয় ছোট, বড় ভাই-বোনেরা।
আশা নয়, বিশ্বাস আল্লাহ্র রহমতে
খুব ভাল আছেন। আমিও
আলহামদুলিল্লাহ্ আপনাদের দোয়ায়
ভালই আছি।
আপনাদেরকে নতুন তথ্য দেওয়া, নতুন
কিছু উপহার দেওয়া, তার বিনিময়ে
একটু থ্যাংকস পাও্যার আশা করি।
তো যাই হোক, আসল কথায় আসা
যাক। আজকে আমি আপনাদের সাথে
আমার ব্যবহ্রত একটা এপ্স শেয়ার
করছি। আমার মনে হয়, অনেকেই এটি
চাইছিলেন/খুঁজছিলেন

জ্বি ভাই টেলিটকের একটা
অফিশিয়াল এপ্স। টেলিটক
বর্ণমালা। এটি খুব কাজের এপ্স।
আপনি হয়ত এই সিমের সুবিধা
অসুবিধা/ অন্য কোন অফার কিংবা
ছাড়/ ডাটা প্যাকেজ সম্পর্কে
জানেন না। তাই এটি আপনার খুবই
উপকারে লাগবে। সকল কিছু পাবেন
এটির মাধ্যমে। তাই আপনার এই
দরকারী কাজের এপ্স টি নিচ থেকে
নামিয়ে নিন।
এখান থেকে ডাউনলোড করুন



অনেক বেশি কথা বলে ফেলেছি,
তাই সরি। তো যাই হোক আমার
ভুলত্রুটি হতেই পারে, কেননা মানুষ
মাত্রই ভুল। তাই আমার ভুলত্রুটি গুলো
প্লিজ ক্ষমার চোখে দেখবেন।
আজকের মত সকলের কাছ থেকে
বিদায় নিচ্ছি। ভাল থাকবেন, সুস্থ
থাকবেন।
সৌজন্যঃ
ট্রিকপ্রিয় ডট কম

4 thoughts on "আপনি কি একজন টেলিটক বর্ণমালা সিম ইউজার ? তাহলে টিউন টি দেখুন কাজে আসবে"

  1. Sk Hadi Contributor says:
    টেলিটক আগামি এর কোন app আছে?
  2. munir Contributor says:
    ট্রিকবিডিতে কিভাবে টিউনার হওয়া যায়?
  3. hossain Contributor Post Creator says:
    Thx জামিল ভাই

Leave a Reply