বাংলাদেশের বাজারে যাত্রা শুরু করল জার্মানির
নেটওয়ার্কিং ব্র্যান্ড ভিভানকো। গতকাল বৃহস্পতিবার
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে এ
ব্র্যান্ডের নেটওয়ার্কিং পণ্যের ঘোষণা দেন ভিভানকোর
এশিয়া অঞ্চলের প্রধান তান জিয়াও গান ও আন্তর্জাতিক
বিপণন পরিচালক অ্যান্ডি রু।
অনুষ্ঠানে বাংলাদেশের প্রযুক্তিপণ্য বিপণন প্রতিষ্ঠান
ঘোষণা দেয় ভিভানকো।
ভিভানকো প্রেসিডেন্ট তান জিয়াও গান বলেন, মানসম্মত
নেটওয়ার্কিং পণ্য তৈরি করে ভিভানকো। বাংলাদেশের
বাজারে আইটি অবকাঠামো নির্মাণে ভিভানকো গুরুত্বপূর্ণ
ভূমিকা রাখতে সক্ষম হবে।
স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম
বলেন, ভিভানকো ব্র্যান্ডের কপার কেব্ল, ফাইবার কেব্ল,
র্যাক, প্যাচকর্ড, মডুলার জ্যাক, কানেক্টর, প্যাচপ্যানেল সহ
এবং অন্যান্য পণ্য বিপণন করবে স্মার্ট টেকনোলজিস।
ভাল ভাল টিপস পেতে আমার সাইটে ঘুরে আসবেন PostMela.Com