মানুষের শরীর বিচিত্র
এবং ‍যুগান্তকারী। কিন্তু তা
ঠুনকো। সামান্য আঘাত লাগলে
শরীরে চিড় ধরে। ভেঙ্গে যায়,
মচকে যায় শরীর। কিংবা ক্ষুদ্র
একটি ভাইরাস কিংবা
ব্যাকটেরিয়ার শরীরে ঢুকে
প্রাণ নিয়ে নিতে পারে।
মানুষের শরীর যদি
ইলেকট্রোনিক্স যন্ত্রাংশের মত
হতো তবে এই সমস্যার হাত থেকে
রেহাই মিলতো।
এই সমস্যার সমাধানে
ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব
টেকনোলজির একদল গবেষক নতুন
প্রযুক্তি উদ্ভাবন করেছেন।

তারা নতুন ধরনের হাইড্রোজেল
উদ্ভাবন করেছেন। এটা পানির
মত তরল পলিমার। দেখতে
অনেকটা মাংশ পেশীর মত।
মানুষের শরীরের রগের মতই
এটি।
এই জেলে খুব ক্ষুদ্র আয়তনের
ইলেট্রোনিক্স পদার্থ রয়েছে।
যেটা শরীরের অভ্যন্তরের
কার্যকলার তদারক করতে পারে।
ইলেক্ট্রোনিক উদ্দীপনার
মাধ্যমে প্রয়োজন অনুযায়ী
শরীরে ঔষধ সরবরাহ করতে
পারে।
এই হাইড্রোজেল খুবই নমনীয়।
এগুলোকে বাঁকানো যায়। ভাঁজও
করা যায়।
এই জেলের প্রলেপ শরীরে মেখে
নিলে মানুষের শরীর থাকবে
সুরক্ষিত। ফলে রোগ বালাই
কাছে ভিড়তে পারবে না।
গবেষক দল জানিয়েছেন, এই জেল
এখনই সকলের ব্যবহারের জন্য
অনুমোদিত নয়। এটি বাণিজ্যিক
উৎপাদনের জন্য যুক্তরাষ্ট্রের ফুড
অ্যান্ড ড্রাগ
অ্যাডমিনিস্টেশনের বরাবর
আবেদন করা হয়েছে।
সবাইকে ধন্যবাদ ।
♦♦♦♦Visit My Site .. ♦♦♦

One thought on "তরল জেল মেখে রোবটে রূপান্তরিত হবে মানুষ"

  1. itman Contributor says:
    hamwap .com এ ম্যালওয়ার
    ট্রোজান ভাইরাস ছেড়েছে
    ভিসিট করলেই মরবেন ,, ফোন
    নস্ট হয়েছে আমার ,, সবাই
    শেয়ার করেন

Leave a Reply