প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ
(আইপিএল) খেলতে গিয়ে বাজিমাত করলেন
কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ইন্টারনেটে গত এক সপ্তাহে আইপিএলে
খেলোয়াড়দের মধ্যে কোহলির চেয়েও
বেশি খোঁজা হয়েছে বাংলাদেশের এই বাঁ-
হাতি পেসারকে। এই তালিকায় সবার ওপরে আছে দক্ষিণ
আফ্রিকার স্পিনার তাবরাইজ শামসির নাম।
তারপরই আছে যথাক্রমে মুস্তাফিজ ও
কোহলির নাম। শামসির নামটা শীর্ষে
থাকার পেছনে কারণ অবশ্য একটু ভিন্ন। তাহলে চলুন দেখে আসি ইন্টারনেটে যাদের
সবচেয়ে বেশি খোঁজা হচ্ছে সেই শীর্ষ ১০

জনের তালিকা ১. তাবরাইজ শামসি (দক্ষিণ আফ্রিকা) ২. মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ) ৩. বিরাট কোহলি (ভারত)

৪. ক্রুনাল পান্ডে (ভারত) ৫. রাজাগোপাল সতীশ (ভারত) ৬. লোকেশ
রাহুল (ভারত) ৭. ডোয়াইন স্মিথ (ওয়েস্ট ইন্ডিজ) ৮. কেন রিচার্ডসন (অস্ট্রেলিয়া) ৯. নিখিল
নাইক (ভারত)

সংগ্রহ কারক: জামিল ভাই

◆★☆◆νιѕιт му вєѕт ωєвѕιтє◆★☆◆

↓≡↓≡↓≡↓≡↓≡↓≡↓≡↓

সবাই ভাল থাকুন সুস্ত থাকুন কপি করা থেকে বিরত থাকুন।

ধন্যবাদ সবাইকে

7 thoughts on "কোহলির চেয়েও ইন্টারনেটে বেশি খোঁজা হয় মুস্তাফিজকে"

    1. জামিল Author Post Creator says:
      🙂 D
    1. জামিল Author Post Creator says:
      😉 P
    1. জামিল Author Post Creator says:
      😉 🙂 P

Leave a Reply