আসলামুআলাইকুম,
সময় মানুষের জীবনে মূল্যবান সম্পদ।
অনেক গুলো ক্লায়েন্ট কে একসাথে
মেইল পাঠাটে গিয়ে অনেক সময় নষ্ট
করে ফেলেন। যদি একসাথে সবাইকে
মেইল পাঠানো যায় তাহলে সময়
বেচে যায়। এই ককাএকই ইমেইল
একাধিক লোককে একসাথে পাঠান।
কাজটা কিভাবে করেন। সে জন্য

কম্পোজে গিয়ে মেইলটি লিখার পর
To এর ঘরের উপরে Add CC বা Add
BCC যে কোন একটিতে ক্লিক করে
কমা দিয়ে পরপর অন্যান্য ইমেইল
অ্যাড্রেসগুলো লিখে ফেলুন। তার পর
মেইল পাঠিয়ে দিন। মনে রাখবেন
CC নির্বাচন করলে একই মেইল
যতোজনকে পাঠিয়েছেন সবাই সবার
ইমেইল অ্যাড্রেস দেখতে পাবে। আর
ACC নির্বাচন করলে দেখতে
পাবেনা। পোষ্টটি ভাল লাগলে
শেয়ার করে সবাইকে দেখার সুযোগ
করে দিন।
ফেসবুকে আমাকে পেতে নিচের
‌যে কোন প্র‌য়োজ‌নে ‌ফেসবু‌কে আমি
thanks all

Leave a Reply