প্রতিদিনকার কাজে আমাদের যে বিষয়টি মনে রাখতেই হয় তা হলো পাসওয়ার্ড। মেইল অ্যাকাউন্ট থেকে এখন সোশ্যাল মিডিয়া, স্মার্টফোন কিংবা অ্যাপ্লিকেশনের ব্যবহার সব জায়গাতেই দরকার পড়ে পাসওয়ার্ডের। পাসওয়ার্ড হ্যাক হয়ে গেলে কিন্তু আপনার নিরাপত্তা হুমকির মুখে পড়বে।
১. একই পাসওয়ার্ড বারবার ব্যবহার করবেন না
স্মৃতিশক্তি দুর্বল হলে কিন্তু বিপদে পড়বেন। অনেকেই ঝামেলা এড়ানোর জন্য সবক্ষেত্রেই একই পাসওয়ার্ড ব্যবহার করে থাকেন। এতে একটি অ্যাকাউন্ট হ্যাক হলে বাকিগুলোও হ্যাক হওয়ার আশঙ্কা থাকে। তাই প্রত্যেক সাইটের জন্য আলাদা পাসওয়ার্ড ব্যবহার করুন। তাহলে নিরাপদে থাকবেন।
২. সহজ পাসওয়ার্ড ব্যবহার করবেন না
ঝামেলা এড়ানোর জন্য অনেকেই খুবই সাধারণ পাসওয়ার্ড ব্যবহার করেন। যেমন : 123456, letmein, password বা অনেকেই আবার নিজের ফোন নাম্বার পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করে থাকেন। এতে খুব সহজেই আপনার অ্যাকাউন্টটি হ্যাক করা সম্ভব। এ ধরনের সরল পাসওয়ার্ড না দেওয়াটাই ভালো।
৩. অন্য কাউকে পাসওয়ার্ড বলবেন না
অনেকে জরুরি কাজের জন্য অন্য কাউকে নিজের অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে থাকেন। এমন হলে কাজ শেষ হওয়ার পর পরই পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলুন। নিজের পাসওয়ার্ড অন্য কাউকে না জানানোই মঙ্গল।
৪. জটিল পাসওয়ার্ড ব্যবহার করুন
৫. পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করতে পারেন
জটিল পাসওয়ার্ড বারবার মনে রাখতে কষ্ট হলে পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করতে পারেন। লাস্ট পাস (https://lastpass.com/) বা ওয়ান পাসওয়ার্ড (https://1password.com/) এর মতো ওয়েবসাইটগুলো পাসওয়ার্ড ম্যানেজার হিসেবে কাজ করে থাকে।
৬. পাসওয়ার্ড নিয়মিত পরিবর্তন করুন
অনলাইনে নিরাপদে থাকার অন্যতম উপায় হচ্ছে নিয়মিত এবং ঘন ঘন পাসওয়ার্ড পরিবর্তন করা। প্রতি মাসে বা প্রতি তিন মাসে অন্তত একবার পাসওয়ার্ড পরিবর্তন করুন। এতে আপনার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বা পাসওয়ার্ড চুরি হওয়ার আশঙ্কা কমে আসে।
৭. ব্রাউজারে পাসওয়ার্ড সেভ করে রাখবেন না
ব্রাউজারে পাসওয়ার্ড সেভ করে রাখার সুবিধা রয়েছে। অনেকেই বারবার পাসওয়ার্ড দেওয়ার ঝামেলা এড়াতে এই কাজ করে থাকেন। ফলে অনেকদিন ব্যবহার না করার ফলে একসময় নিজেরাই পাসওয়ার্ড ভুলে যান। আবার অনেক সময় লগআউট না করার ফলে অ্যাকাউন্টে লগইন হয়ে থাকে। এসব ঝামেলা এড়াতে ব্রাউজারে পাসওয়ার্ড সেভ করে রাখবেন না। প্রয়োজনে অন্য কোথাও পাসওয়ার্ড লিখে রাখুন। যা প্রয়োজনের সময় শুধু আপনিই খুঁজে বের করে দেখতে পারবেন।
One thought on "অনলাইনে পাসওয়ার্ড সুরক্ষিত রাখবেন যেভাবে"