দক্ষ সাইবার নিরাপত্তায় কর্মী খুঁজে বের করতে অ্যাডভান্স টেকনোলজি বিডির আয়োজনে শুরু হচ্ছে ‘সাইবার সিকিউরিটি চ্যালেঞ্জ-২০১৬’ শীর্ষক একটি প্রতিযোগিতা। এতে দেশের কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থী ও পেশাজীবীরা অংশ নিতে পারবেন। প্রতিযোগিতায় অংশ নিতে এখন নিবন্ধন কার্যক্রম চলছে।
আয়োজকেরা জানান, সর্বোচ্চ চারজন করে দল গঠনের মাধ্যমে প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে। নিবন্ধনের শেষ তারিখ আগামী ৪ জুলাই। নিবন্ধন শেষে ঢাকা, রাজশাহী, খুলনা, সিলেট ও চট্টগ্রামে সাইবার নিরাপত্তা নিয়ে সচেতনতামূলক কর্মশালা, সেমিনার ও অংশগ্রহণকারীদের নিয়ে গ্রুমিং সেশন অনুষ্ঠিত হবে। এরপর অনলাইন পরীক্ষায় অংশ নেওয়ার মাধ্যমে নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে আগামী ১০ আগস্ট ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হবে চূড়ান্ত প্রতিযোগিতা।
প্রতিযোগিতায় বিজয়ী দল পুরস্কার হিসেবে পাবে ৫০ হাজার টাকা, রানারআপ পাবে ২৫ হাজার টাকা ও দ্বিতীয় রানারআপ পাবে ১০ হাজার টাকা।
প্রতিযোগিতার নিবন্ধনের জন্য http://cyberchallenge.com.bd ঠিকানায় যেতে হবে।
Share:
আপ্পনি কেমন আছেন?
I promise you I wouldn’t break any rules of Trickbd. If you make me trainer I will try my best to give something among those who are eager to learn.
“ধন্যবাদ”
আমার পোস্ট গুলো ভালো না হলে বলুন।কিন্তু ভাইয়া এভাবে নিজে পোস্ট লিখে পেন্ডিং থাকলে মন খারাপ হয়ে যায়।
আমাকে টিকবিডিতে পোস্ট করার সুযোগ
েদন প্লিজ,
প্লিজ, ভাইয়া,
আমি ভালো ভালো পোস্ট দিব,
please, give me fb link or mobile numberz
please give another chance. you can check my Posts.
1. Princezzzzz 2.Treinar এই
২ টা ১ জনের tuner ইড,
প্লিজ একে রিমোব করেন,
দয়া করে আমার পোস্ট গুলো একবার দেখুন। আমাকে যোগ্য মনে হলে ট্রিউনার বানান।
আশা করি কমেন্টির রিপ্লাই দিবেন।
ক্ষমা করুন। ভাই প্লিজ আবার টিওনার
বানান। প্লিজ।