হোয়াটঅ্যাপ গ্রুপ খুলতে গেলে এবার লাগবে সরকারের অনুমতি। মঙ্গলবার এই মর্মে নির্দেশিকা জারিও করেছে সরকার৷ এই নির্দেশিকা অনুযায়ী, সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিনকে সরকারের কাছে নথিভুক্ত করাতে হবে তার গ্রুপকে৷ প্রতি পোস্ট এবং মন্তব্যের জন্য দায়ী থাকবে গ্রুপ অ্যাডমিন৷

তবে ঘাবরানোর কিছু নাই বাংলাদেশের জন্য এটি নয়। ভারতের জম্মু-কাশ্মীর সরকার এই হুলিয়া জারি করে।
সূত্রের দাবি, শুধুমাত্র সংবাদ সংক্রান্ত গ্রুপ খোলার ক্ষেত্রেই এই বিধি নিষেধ লাগু করা হবে৷ সাধারণ কোনও গ্রুপের ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না৷ সংবাদ সংক্রান্ত গ্রুপ খোলার আগে সরকারের অনুমতি না নিলে কড়া শাস্তির মুখে পড়তে হবে বলেও সতর্ক করা হয়েছে৷

বিভিন্ন কারণে বিভিন্ন সময় জম্মু ও কাশ্মীরে একাধিকবার ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখতে বাধ্য হয়েছে সরকার৷ সম্প্রতি হান্দওয়াড়ায় গুলিচালনার পর বিক্ষোভ শুরু হলে বন্ধ রাখতে হয়েছে ইন্টারনেট৷

Leave a Reply