দিনরাত মোবাইলটা বেজেই চলেছে। হোয়াটসঅ্যাপে চলছে “ Whats Up?” একবার ডাউনলোড করে নিলেই কেল্লা ফতে। তারপর মাঝেসাঝে শুধু একটু আপডেট করা। সারাদিন এরপর নিখরচায় গল্প. . গল্প . . গল্প। কিন্তু হোয়াটসঅ্যাপের কিছু ফাংশন আছে যেগুলো সম্পর্কে অনেকেই জানেন না। নিচে সেসব ফাংশন নিয়েই আলোচনা করা হলো :

১ . আপনি আর আপনার বন্ধু একে অপরকে কত মেসেজ পাঠিয়েছেন জেনে যাবেন সেটিংস থেকে। সেটিংস> অ্যাকাউন্ট> নেটওয়ার্ক ইউসেজ।

২ . ইমেল করতে পারেন আপনার কনভারসেশন। চ্যাট ওপেন করে অপশন কি> মোর > ইমেল কনভারসেশন।

৩ . বিরক্তিকর গ্রুপকে মিউট করে দিতে পারেন। অপশন কিতে পেয়ে যাবেন মিউট অপশন। এবার বেছে নিন কতক্ষণের জন্য আপনি মিউট করতে চান।

৪ . লুকিয়ে রাখতে পারেন আপনার ‘ লাস্ট সিন ’ টাইম। সেটিংস > অ্যাকাউন্ট> প্রাইভেসি> লাস্ট সিন।

৫ . ঠিক করে দিতে পারেন কারা আপনার প্রোফাইল ফোটো ও স্ট্যাটাস দেখতে পাবেন আর কারা দেখতে পাবেন না। ফোটো লুকিয়ে রাখার ক্ষেত্রে সেটিংস> অ্যাকাউন্ট> প্রাইভেসি> প্রোফাইল ফোটো – তে গিয়ে বেছে নিন এভরিওয়ান , নো বডি বা মাই কনট্যাক্টস। স্ট্যাটাসের ক্ষেত্রেও ঠিক একইরকম।

এরকম আরো নতুন কিছু পেতে TrickMax.com ভিজিট করুন

4 thoughts on "জেনে নিন হোয়াটসঅ্যাপের কিছু অজানা ফাংশন"

  1. Reja BD Author says:
    ধন্যবাদ কাজী ভাই।
    1. Kazi Abdul Wakil Contributor Post Creator says:
      আপনাকেও ধন্যবাদ রেজা ভাই
  2. MD Tanbir Khan Contributor says:
    Nice oise kazi
    1. Kazi Abdul Wakil Contributor Post Creator says:
      tnx

Leave a Reply