সাধারণত, রাতের ঘুটঘুটে
অন্ধকারে কিছু দেখা অসম্ভব।
আলো লাগেই। কিন্তু এবার আর
আলোরও প্রয়োজন হবে না। কৃত্রিম
চোখ লাগানো থাকলে
অন্ধকারেও সবকিছু পরিষ্কার
দেখা যাবে। গলদা চিংড়ি ও
আফ্রিকান এক জাতের মাছের
চোখের সেরা বৈশিষ্ট্যগুলো
কাজে লাগিয়ে কৃত্রিম এই চোখ
তৈরি করেছেন বলে দাবি
করেছেন মার্কিন গবেষকরা।
গবেষকদের দাবি, এই কৃত্রিম চোখ
চিকিৎসা, দুর্যোগে অনুসন্ধান ও
উদ্ধার, মহাকাশে গ্রহ অনুসন্ধানী
টেলিস্কোপে ব্যবহার করা যাবে।
যুক্তরাষ্ট্রের উইসকনসিন- ম্যাডিসন
বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দাবি
করছেন, সেন্সর যন্ত্রাংশের
পরিবর্তে লেন্সের ভেতর
ইমেজিং সিস্টেমের
সংবেদনশীলতার ক্ষেত্রে উন্নতি
করেছেন তারা।
গবেষকরা বলছেন , অন্ধকারে
বোমা নিষ্ক্রিয়কারী রোবট ,
অস্ত্রোপচার ও টেলিস্কোপে এই
কৃত্রিম চোখ কাজে লাগানো
যাবে। অন্ধকারেও এর সাহায্যে
দিনের মতো পরিষ্কার দেখা
যাবে।

আবারো জিপি সিমে ফ্রি নেট
চালান তাও Youtube সহ ফ্রি
সম্পুর্ণ পোস্ট পড়তে এখানে ক্লিক করুন

3 thoughts on "কৃত্রিম চোখ দিয়ে দেখা যাবে অন্ধকারেও"

  1. fahim Contributor says:
    অসাধারণ পোষ্ট
  2. masum apo Contributor says:
    valo asen baiya
  3. Yasir.sami89 Author says:
    গগলস পরলেই ত হই

Leave a Reply