আসসালামু আলাইকুম,
আশা করি সবাই ভালো আছেন। প্রিয় বন্ধুরা কিভাবে মোবাইলের স্পীকার বদলাতে হয় দেখে নিন। অনেকেরই মোবাইলের কথা অন্য প্রান্তে শুনতে পায়না। তখন সার্ভিস সেন্টারেগেলে অনেক টাকা গুনতে হয়। অথচ আপনি নিজেই 20/30 টাকা খরচ করে একটা পার্টস এর দোকান থেকে কিনে লাগাতে পারেন।
তবে মনে রাখবেন, মোবাইলের ওয়ারেন্টি থাকাকালীন আপনি নিজে করবেন না। কেননা তাতে ওয়ারেন্টি নস্ট হয়ে যাবার ভয় আছে। বিষয়টি বলে বোঝানো সম্ভব নয় বলে আপনাদের জন্য একটি ছোট ভিডিও তৈরী করলাম
ধন্যবাদ
3 thoughts on "জেনে নিন কিভাবে মোবাইলের স্পীকার (মাউথপিচ) মেরামত করবেন??"