আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের
অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারাক!
যাহোক এইবার মূল কথায় আসি।
এমন হলে কেমন হয় যদি খুব সহজেই মাত্র
কয়েক ক্লিকে নিজের নামে একটা ঈদ
শুভেচ্ছা কার্ড বানিয়ে নেওয়া যায়? তবে চলুন, আজকে আমি আপনাদেরকে
দেখাব কিভাবে আপনারা নিজের নামে
কার্ড বানাবেন।

শুভেচ্ছা কার্ড পেতে প্রথমে এই লিঙ্কে যান।

ফেসবুক থেকে আপনার তথ্য(আপনার নাম,
ইমেইল এবং প্রোফাইল ছবি) ব্যবহারের জন্য
অনুমতি চাইবে এপটা।
পারমিশন দিন।
ব্যস আপনার কাজ শেষ। দেখুন অটোমেটিক্যালি আপনার শুভেচ্ছা কার্ড

প্রস্তুত হয়ে গেছে।
এইবার আপনি চাইলে আপনার কার্ডটি
আপনি ফেসবুক অথবা গুগল প্লাসে শেয়ার
করতে পারবেন। চাইলে ডাউনলোডও করে
রাখতে পারবেন চলুন প্রিভিউ দেখে নেই এবারঃ

ফিচারসঃ
১। ঈদ শুভেচ্ছা বার্তা রেন্ডমলি সিলেক্ট
হবে। অর্থাৎ একেকজনের জন্য একেক রকম
ঈদ বার্তা থাকবে।
২। আপনার কার্ড আজীবন আমাদের
সার্ভারে সংরক্ষিত থাকবে। আপনি যখনই চাইবেন শেয়ার অথবা ডাউনলোড করে
নিতে পারবেন।
৩। আকর্ষণীয় ডিজাইন।

কিছু সমস্যাঃ
১। এই এপটি তৈরিতে পি এইচ পি এর যে
লাইব্রেরীটি ইউজ করা হয়েছে সেটাতে
কপ্লেক্স এনকোডিং সাপোর্ট করেনা বলে
যাদের নাম বাংলাতে তাদের নামের কার
গুলোতে একটু সমস্যা হতে পারে। ২। আপনি আপনার ইচ্ছেমত ঈদ বার্তা বসাতে

পারবেন না। তবে শেয়ার করার সময় আপনার
বার্তা লিখে শেয়ার করতে পারবেন।
(উপরের স্ক্রিন শট দেখুন)
৩। একই ডিজাইন সবার জন্য। ডিজাইনের এর
ব্যাপারে কোন কাস্টমাইজেশনের সুযোগ নেই।

আশা করি আপনাদের ভালো লাগবে সবাইকে আবারো ঈদ মোবারাক!

ফেছবুকে আমি

8 thoughts on "সবাই ঈদের একটা শুভেচ্ছা কার্ড নিজেই বানায় নিয়ে জান এক বারেই সহজ উপায়ে তারাতারি"

  1. bepul Contributor says:
    tora manus nare
    1. জামিল Author Post Creator says:
      আমি কি সবার কি করলাম সবাই কি কমেন্ড করে আবেলের দল !!
    2. Mamun Khan Author says:
      Jamil vai,kew manuske thokate chaile take sobai omanus e bolbe..Apnar theke paypal er post ta asa korini.then abar edit kore microsoft!! cih! cih!!
    1. জামিল Author Post Creator says:
      WellCome ……
    1. জামিল Author Post Creator says:
      tnQ mama…..?
  2. জামিল Author Post Creator says:
    ঈদ মোবারক

Leave a Reply