বিজ্ঞান এগিয়ে নিয়ে যাচ্ছে দুনিয়াকে,
আপনিই বা পিছিয়ে থাকবেন কেন ? চলুন
আমরাও এগিয়ে যাই…যন্ত্রের উপর
নির্ভশীল না হয়ে মাথার ব্র্যন কে
কাজে লাগিয়ে করি গননা…………
আপনাকে বলা হল ৩২ * ১১ = ?
আসেন মাথার মধ্যেই সমাধান করি …
এইখানে * = গুনন ৩+২=৫ এই ৫ কে বসাই
দেন ৩২এর মাঝখানে, পাইলেন ৩৫২
এইটাই আপনার উত্তর ক্যালকুলেটরের
টিপে বের করতে করতে আপনার অনেক
সময় ব্যয় হত ! আবার একই ভাবে ৪৪*১১=?
একই ভাবে, ৪+৪= ৮ বসাই দেন ৪৪ এর
মাঝখানে পেয়ে গেলেন ৪৮৪ আপনার
উত্তর।
৮১*১১ = ? ৮+১=৯ অতএব , ৮১*১১=৮৯১।
৮৫*১১ =? এইখানে একটু কথা আছে, ৮+৫
=১৩ এখানে কিন্তু ১৩ মাঝখানে বসে
উত্তর ৮১৩৫ হবে না, আপনি আগের মতো ৩
কে ৮ ও ৫ এর মাঝখানে বসাবেন আর এই
অতিরিক্ত ১ কে ৮ এর সাথে যোগ করে
দিন, পেয়ে গেলেন ৯৫৩! এটাই আপনার
উত্তর।
আরেকটা দেখাই , ৮৭*১১ = ?
৮+৭ = ১৫ >> ৫ কে মাঝখানে
বসান,অতিরিক্ত ১ কে ৮ এর সাথে যোগ
করে দেন পেলেন, ৯৫৭ এটাই
উত্তর।
এবার আরেকটু কঠিন দিকে যাই, ৯৯*১১ = ?
৯+৯ = ১৮ , ৮ কে মাঝে রেখে ৯ এর সাথে
১ যোগ করে ১০ পাই সেভাবেই বসিয়ে
আমরা পাই, ১০৮৯ এটিই উত্তর।
এখন তিনটি সংখ্যার সাথে গুনের
ক্ষেত্রে ?
যেমন ৩২৫*১১ = ?
এখানে প্রথমের ৩ ও পরের ৫ ঠিক থাকবে,
মাঝের ক্যলকুলেশন হবে এরকম, প্রথমে
৩+২=৫, এবং ২+৫=৭,
পেয়ে গেলেন ৫৭, এই ৫৭ কে ৩,৫ এর মাঝে
বসিয়ে দিন পেয়ে গেলেন ৩৫৭৫ এটিই
আপনার উত্তর।
এটা কেবল ১১ এর সাথে গুনের ক্ষেত্রে
প্রযোজ্য।আপনি কিছুটা প্রাকটিস করলে
আপনার সর্বোচ্চ আধাঘন্টা লাগবে
আয়ত্তে আনতে।
এখন আসি বর্গ করার ক্ষেত্রে,
মনে করেন ৭ এর বর্গ আমরা কি করি ৭*৭ =
৪৯,
২৫ এর বর্গ?
আসেন ভাইঙ্গা দেখাই, ২৫*২৫ = ? ২ প্রথম
(২) এর নিকটবর্তী বড় (৩) দিয়ে গুন করুন –
২*৩= ৬, এবার পরবর্তী ৫*৫ = ২৫ তাহলে
উত্তর হবে ৬২৫।
৮৫ এর বর্গ = ৮৫*৮৫ >> ৮*৯ =(৭২), ৫*৫ =
(২৫), উত্তর ৭২২৫।
আপনাদের আরো একটু সহজ করে বুঝাই-
৮৩*৮৭= ?
এক্ষেত্রে প্রথম সংখ্যা (৮) কিন্তু একই,
সেক্ষেত্রে, ৮*৯=(৭২) এবং ৩*৭ = ২১,
তাইলে, উত্তর ৭২২১।
থাকলে সেক্ষেত্রে প্রযোজ্য শেষের
সংখ্যা অর্থাৎ একক স্থানীয়
সংখ্যাদ্বয়ের যোগ ফল ১০ হতে হবে উপরে
লক্ষ্য করুন উদাহরণে,৮৩*৮৭ এর ক্ষেত্রে ৮
একই এবং দুটি সংখ্যার একক স্থানীয়
অংক দ্বয় যথাক্রমে ৭ ও ৩ (৭+৩ =১০)এই
ক্ষেত্রে এটি হবে এবং অবশ্যই সে সমস্ত
সংখ্যার একক স্থানীয় অংক ৫ তাদের
বর্গের ক্ষেত্রে প্রযোজ্য হবে। যেমন
৩৫*৩৩ = ১২১৫, ৬৩*৬৫=৪২১৫ এরকম হবে না।
আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব
কিভাবে যেকোন দুটি সংখ্যার গুন
করবেন। আইজকা আপাতত এই পর্যন্ত।
আপনারা প্রাকটিস করতে থাকেন,
সামনের দিকে কিভাবে যোগ-বিয়োগ
করবেন তার সহজ রাস্তা দেখাবো।
ভাল লাগলে শেয়ার করে সবাই কে
শেখার সুযোগ করে দিন। ছাত্র/ছাত্রী
ভাই বোনদের কাজে লাগবে।
ভাল লাগলে আমার সাইটে একবার ঘুরে আসবেন
OurMind24.Com
Val na valo bolcge apne ….
O typ kore nai
আপনারা যদি কিছু শিখতে পারেন আমার সার্থকতা
[url=your LINK] Apnar likha [/url]