আপাতদৃষ্টিতে ছবি দেখে মনে হচ্ছে ডিমটি বোতলের ভিতর প্রবেশ করবেনা । ডিমটি কিভাবে ভিতরে প্রবেশ করানো যায় । অবশ্যই হাত দিয়ে চাপ দিয়ে ঢুকানো যায় । কিন্তু হাত দিয়ে বা কোন কিছু দিয়ে চাপ না দিয়েও ডিমটি ভিতরে ঢুকানো সম্ভব । সেটা কিভাবে চলুন দেখি –

প্রয়োজনীয় উপকরণ :

  • খুব ভাল করে সিদ্ধ করা একটি ডিম।
  • ডিমের মােঝর অংশের ব্যাসার্ধের চেয়ে কম ব্যাসার্ধের মুখওয়ালা একটি কাঁচের বোতল অথবা কনিক্যাল ফ্লাস্ক ।
  • কাগজ।
  • দিয়াশলাই ।

পদ্ধতি :

প্রথমে ডিমটির খোলস ছাড়িয়ে নেই। তারপর ছবির মত করে ডিমটিকে বোতলের মুখে ধরি । দেখা গেল ডিমটি ভিতরে ঢুকল না । এখন এক টুকরা কাগজকে কয়েক ভাজ করে দিয়াশলাইয়ের সাহায্যে আগুন ধরিয়ে বোতলের মুখ থেকে ডিমটি সরিয়ে বোতলের ভিতরে রাখি এবং ৪/৫ সেকেন্ড পরে ডিমটি বোতলের মুখের উপর রেখে দিই । অপেক্ষা করুন আর দেখুন । কি দেখলেন – ডিমটি আস্তে করে বোতলের ভিতরে ঢুকে গেল ।

কেন এমন ঘটল :

প্রথমে যখন ডিমটি বোতলের মুখের উপরে রাখা হয় তখন ডিমের উপর বোতলের ভিতরের বাতাসের চাপ ও বাইরের বায়ুমন্ডলীয় চাপ সমান ছিল এবং ডিমের ওজন যথেষ্ট ছিলনা । ফলে ডিমটি ভিতরে ঢুকতে পারে নাই । যখন কাগজে আগুন জ্বালিয়ে বোতলের ভিতরে রাখা হয় তখন ভিতরের বাতাস গরম হয়ে প্রসারিত হয় । এতে সামান্য বাতাস বোতলের বাইরে চলে আসে । এরপর যখন ডিমটি আবার বোতলের মুখে রাখা হয় তখন অক্সিজেনের অভাবে আগুন নিভে যায এবং ভিতরের বাতাস ধীরে ধীরে ঠান্ডা হয়ে সংকুচিত হয় । এতে করে ভিতরের বাতাস ডিমটির উপর আগের চেয়ে কম চাপ প্রয়োগ করে । কিন্তু বাইরের বাতসের চাপ আগের মতই থাকে। অর্থাৎ বাইরের চাপ ভিতরের চাপ অপেক্ষা বেশি হয় । এই অতিরিক্ত চাপ ই ডিমটিকে ভিতরে ঠেলে দেয় ।

পরিশেষে আপনাদের নিকট আমার প্রশ্ন ডিমতো ভিতরে ঢুকল , এখণ তা বের করবেন কিভাবে ?

আমার পেইজ বিজ্ঞানবিত্তিক টিপস ও বিভিন্ন টেকনোলজি সম্পর্কে জানতে লাইক দিয়েন

16 thoughts on "আজ দেখাব কিভাবে কাচের বোতলে একটা ডিম ডোকাবেন???"

    1. IRFAN Author Post Creator says:
      আপনার হাসি আমার অনুপ্রেরণা
  1. tazulOfficial Author says:
    রানা ভাই প্লিজ আমাকে ট্রেইনার করুন।
    প্লিজ
  2. MD SHAWON Author says:
    ছবি দেখতে বললেন? ছবি কই?
    1. IRFAN Author Post Creator says:
      assa bhai dissi.
    2. rupok12 Contributor says:
      ডিম বের কিরার জন্য বোতল উপুড় করে ডিম কে বোতলের মুখের কাছে নিয়ে আসতে হবে,এবং সেই অবস্থায় বোতলের মুখে সজোরে ফু দিতে হবে।
  3. bepul Contributor says:
    tomar pachay dim dokate icce kortase
  4. ! Contributor says:
    vai pic den plz…
    btw joss tune ???
    1. IRFAN Author Post Creator says:
      diyesi ekon. dekon.
  5. @ishan Subscriber says:
    দুরু কাঁচা ডিম ঢুকাইলে একটা কথা হয়তো”কিনতু সিদ্ধ ডিম।ডিম সিদ্ধ করলে এমনেই তো নরম হয়ে যায় আর পিিচছল/বোতলে তো ঢুকবেই
    কি ট্রিউনার নেয় রানারে ধইরে পিটাইনের কাম
    1. IRFAN Author Post Creator says:
      তুমি কথাটা ভলকরে পড়।
  6. RELAX ROCKY Contributor says:
    Admin please author me & review my pending post
  7. Md fazle rabbi20 Contributor says:
    admin vai amake tuner bana plz.ami post korte chi
  8. Niloy Contributor says:
    sotti ki hoi!!!.

Leave a Reply