এইচটিসি নিয়ে এসেছে ডেজায়ার সিরিজের তাদের নতুন স্মার্টফোন ডেজায়ার ৬৫০। প্রতিষ্ঠানটির তাইওয়ানের ওয়েবসাইটে ফোনটি সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে। যদিও ফোনটির দাম সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি। এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

এইচটিসি ডেজায়ার ৬৫০ মডেলের স্মার্টফোনটিতে রয়েছে ৫ ইঞ্চি ফুল এইচডি (৭২০x১২৮০ পিক্সেলস) টিএফটি এলসিডি ডিসপ্লে। স্ক্রিনের পিক্সেল ঘনত্ব ২৯৪ পিপিআই।

ফোনটি চলবে অ্যানড্রয়েড ৬ দশমিক ০ মার্শম্যালো অপারেটিং সিস্টেমে। এতে রয়েছে কোয়াড-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর।

২ জিবি র‍্যামের সঙ্গে থাকছে ১৬ জিবির ইন্টারনাল স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ২ টেরাবাইট পর্যন্ত মেমোরি বাড়িয়ে নেওয়া যাবে।

ডেজায়ার ৬৫০ মডেলে রয়েছে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। রিয়ার ক্যামেরায় রয়েছে অটোফোকাস, বিএসআই সেন্সর, এলইডি ফ্ল্যাশ এবং এফ/২ দশমিক ২ অ্যাপারচার।

ফ্রন্ট ক্যামেরা রয়েছে পাঁচ মেগাপিক্সেলের। ফ্রন্ট ক্যামেরায় রয়েছে বিএসআই সেন্সর, এফ/১ দশমিক ৮ অ্যাপারচার ও অটো সেলফ টাইমার। স্মার্টফোনটিতে ব্যাটারি রয়েছে ২২০০ এমএএইচের।

নিত্যনতুন মোবাইল ফোনের খব্র জানতে আমাদের সাইটে ভিজিট করার আমন্ত্রন রইল 

One thought on "এইচটিসি ডেজায়ার ৬৫০"

  1. Arif Khan Contributor says:
    Samsung galaxy c5 mobile ta ki saudiarab relase hoice?

Leave a Reply