ফোন ঘাঁটতে ঘাঁটতে হঠাত্‍ করে ছবি ডিলিট হওয়ার ঘটনা নতুন নয়। প্রয়োজনীয় ডেটাও ডিলিট হয়ে যায় অনেক সময়। ফোন খারাপ হতে পারে, ভাইরাসের জন্য ডিলিট হতে পারে। সেসব ক্ষেত্রে কিভাবে উদ্ধার করবেন সেই ডেটা?

জেনে নিন কিছু গুরুত্বপূর্ণ তথ্য

১. প্রথমত, ফোন যখন সেট-আপ করবেন তখন প্রথমেই ডিফল্ট মেমরি হিসাবে মেমরি কার্ড সিলেক্ট করে রাখুন। তাতে ছবি ফেরত পাওয়ার সম্ভাবনা থাকে বেশি। বেশিরভাগ ক্ষেত্রে মোবাইল বিগড়ে যাওয়াতেই ফোন মেমরিতে থাকা ছবি এবং ডেটা ডিলিট হয়ে যায়।

২. দ্বিতীয়ত, কোনও ক্লাউড ড্রাইভে ব্যাকআপ রাখতে পারেন। তাতে ফোন বা মেমরি কার্ড খারাপ হলেও আপনার ডেটা এবং ছবি একেবারে ঠিকঠাক থাকবে।

৩. রাখতে পারেন কিছু সফটওয়্যারও। পিকচার রিকভারি সফটওয়্যার লিখে গুগলে গিয়ে সার্চ করতে পারেন। তাতে অনেক অপশন রয়েছে। চাইলে সরাসরি Asoftech Photo Recovery সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টল করতে পারেন। ইনস্টল হলে সফটওয়্যার কম্পিউটারে রান করুন। এবার যে ফোন বা ক্যামেরার মেমরি কার্ড থেকে ছবি এবং ডেটা ডিলিট হয়েছে তা কার্ড রিডারের সাহায্যে কম্পিউটারে যুক্ত করুন। কানেক্ট হওয়ার পর সফটওয়্যারে যে নতুন ড্রাইভ দেখাবে তা সিলেক্ট করুন। সফটওয়্যারে থাকা ‘স্ক্যান অ্যাকশন’ অপশনে ক্লিক করুন। কিছু ক্ষণের মধ্যে ডিলিট হওয়া ছবি আপনাকে দেখিয়ে দেবে।

Tunebd24 এই সাইট থেকে খুব সহজেই পোস্ট করে টাকা আয় করুন

10 thoughts on "ডিলিট হওয়া ছবি কিভাবে উদ্ধার করবেন?"

  1. SagorSrkian Author says:
    ক্লাউড ড্রাইভ কি ভাই?
    1. Mahedi Hasan Khoka Contributor says:
      Online storage
  2. SagorSrkian Author says:
    ব্রো Google Drive সম্পর্কে একটু বিস্তারিত জানতে চায়।
    1. Mahedi Hasan Khoka Contributor says:
      Google drive a apni jekono file upload kore save kore rakhte paben.
  3. Rihad Nur Akib Contributor says:
    Video recovery dn.
  4. ariful111 Contributor says:
    Ami vodi app e ekta refferal code use kore 470 tk bonus paisi……
    Apnarao pete paren try korun…..

    Refferal code: ARIF183

  5. Shipon JD Contributor says:
    Vai, , Android6.0 er internal storage format hoye gele picture recovery korbo kivabe, please ektu help korben?
  6. Dean Rakib Contributor Post Creator says:
    ধন্য ভাইয়া তোমার কমেন্ট প্রাপ্তিতে..! ♥

Leave a Reply