আসসালামুআলাইকুম। আমাদের রাজ্য ট্রিকবিডিতে সবাইকে স্বাগতম। আমাদের রাজা রানা ভাইকে ধন্যবাদ প্রতিদিন ট্রিকবিডির সাথে সময় কাঠাতে সাহায্য করার জন্য ও আমার বড় ভাইকেও। তাহলে আজ আমরা জানব কম্পিউটার স্ল হলে তার প্রতিকার কি, আমার জানা ও ব্যবহারকৃত জিনিস আপনাদের মাঝে শেয়ার করলাম, দেখুন।
কম্পিউটারের গতি বাড়ানোর সাত উপায় :
দ্রুত বদলে যেতে থাকার বিশ্বের জন্য স্লো
কম্পিউটার অভিশাপই বটে। কম বেশি সবাই এই
‘অভিশাপ’-এর ভুক্তভোগী। বিভিন্ন কারণে
কম্পিউটারের গতি কমে যেতে পারে। উপযুক্ত
ব্যবস্থা নিলে এমন বিড়ম্বনা থেকে অনেকটাই
মুক্তি পাওয়া সম্ভব। এমন কিছু সমাধান তুলে ধরা হল
এখানে-

১। ড্রাইভ পরিষ্কার করা

run মেন্যুতে গিয়ে “cleanmgr.exe” লিখে ডিস্ক
ক্লিন আপে প্রবেশ করতে হবে। বক্সে আসা
অদরকারি ফাইলগুলোতে টিক দিয়ে “ok” ক্লিক
করলে ড্রাইভ পরিষ্কার সম্পন্ন হবে।

২। ইন্টারনেট এক্সপ্লোরার-এর পরিবর্তে
ক্রোম

যদি এখনও ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার
করতে থাকেন, তাহলে আজই তা বন্ধ করুন। এই
ব্রাউজারের চেয়ে ক্রোম দ্রুততর আর বাগও
কম।

৩। ব্রাউজার পরিষ্কার
এজন্য ডাউনলোড করতে হবে CCleaner, যা
ব্রাউজার পরিষ্কার করে। তা ছাড়াও, ব্রাউজারের ‘tools’
অপশনে গিয়ে তা থেকে “Clear Browsing
Data” আর তারপর তা থেকে history, cookies and
cached items মুছে দিলে ব্রাউজার পরিষ্কার করতে
হবে।
৪। মালওয়্যার স্ক্যান করে সরিয়ে নেওয়া
যেকোন কিছুর শুরুতে ‘mal’ থাকলে তা অবশ্যই
বন্ধ করতে হবে। মালওয়্যার থেকে মুক্তি
পেতে নিয়মিত কম্পিউটার স্ক্যান করতে হবে।
Avast, Norton সহ মালওয়্যার remove করতে বিভিন্ন
ফ্রি টুল পাওয়া যায়।
৫। ভাইরাস আর স্পাইওয়্যার স্ক্যান ও রিমুভ
মালয়্যারের জন্য ছাড়াও ভাইরাস আর স্পাইওয়্যারের
জন্য নিয়মিত স্ক্যান করতে হবে কম্পিউটার।
অ্যান্তিভাইরাস ছাড়াও ম্যানুয়াল স্কানিং প্রয়োজন অন্তত
সপ্তাহে একবার। একাধিক এন্টিভাইরাস কম্পিউটার
স্লো করে দিতে পারে। তাই একটি এন্টিভাইরাস
ব্যবহার করাই ভাল।
৬। অদরকারি প্রোগ্রাম uninstall করা
অদরকারি অ্যাপ বা প্রোগ্রাম কম্পিউটারের জায়গা
নষ্ট করে। ফলে কম্পিউটারের পারফর্মেন্সও
কমে যায় অনেক। তাই যে প্রোগ্রাম বা অ্যাপ
ব্যবহার করা হয়না সেগুলো uninstall করে দিতে
হবে।
৭। অপারেটিং সিস্টেম reimstall করা
যদি উপরের সব কিছু চেষ্টা করার পরও কাজ না হয়,
তাহলে প্রোগ্রাম আর কম্পিউটার reinstall করতে
হবে। এর সবচেয়ে ভাল দিক হল, এর মাধ্যমে
আপনি আপনার কম্পিউটারকে নতুনভাবে পাবেন।
কম গতির জন্য কাজ পেছাবেন কেন?
৭টি টিপস,
কাজে লাগিয়ে আপনার ডেক্সটপ আর ল্যাপটপকে
রাখুন সচল। হ্যাপি কম্পিউটিং !!!

আমি যা জানি ও নিজে যা ব্যবহার করি তাই আপনাদের মাঝে শেয়ার করি, কেমন লাগে জানাবেন ।
ট্রিকবিডির মত -আমার সাইট kingbd24.com ঘুরে আসার দাওয়াত রইল

5 thoughts on "আর নয় হতাশা, কম্পিউটারের গতি বাড়ানোর সাত উপায়, কাজ না করলে পুষ্ট ফিরত (১০০% নিশ্চিত) by Shafiq Jr"

  1. Bdloveam Author says:
    রানা ভাই আমাকে টিউনার বানান।plz
  2. Shafiq Jr Author Post Creator says:
    ধন্যবাদ# ভাইয়া
    1. Shafiq Jr Author Post Creator says:
      Thanks

Leave a Reply