Be a Trainer! Share your knowledge.
Home » Technology Updates » পাসপোর্ট নাম্বার দিয়ে অনলাইনে কিভাবে পুলিশ ক্লিয়ারেন্স চেক করে

পাসপোর্ট নাম্বার দিয়ে অনলাইনে কিভাবে পুলিশ ক্লিয়ারেন্স চেক করে

পাসপোর্ট নাম্বার দিয়ে অনলাইনে কিভাবে পুলিশ ক্লিয়ারেন্স চেক করে?

আপনি কি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আবেদন করেছেন? তাহলে ঘরে বসে পাসপোর্ট নাম্বার দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স চেক করে জেনে নিন আবেদনের সর্বশেষ অবস্থা।
পাসপোর্ট বা ভিসা যেটাই করতে যান না কেন অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রয়োজন। এক কথায়, পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া বিদেশে যেতে পারবেন না। এছাড়া দেশের ভিতরেও সরকারি ও বেসরকারি বিভিন্ন কাজে পুলিশ ক্লিয়ারেন্স দরকার হয়।প্রযুক্তির এই যুগে, এখন ঘরে বসে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করা যায়। সেই সাথে আবেদনের সর্বশেষ অবস্থাও জানতে পারবেন। চলুন কিভাবে পুলিশ ক্লিয়ারেন্স চেক করবেন তা জেনে নেই।

পুলিশ ক্লিয়ারেন্স চেক করতে কি কি লাগবে?


ঘরে বসে পুলিশ ক্লিয়ারেন্স যাচাই করতে মোট তিনটি নম্বর প্রয়োজন। রেফারেন্স নম্বর, পাসপোর্ট নম্বর ও রেজিস্টার্ড মোবাইল নম্বর। এই ৩ টি নম্বর হলেই আপনি নিজেই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের স্ট্যাটাস দেখতে পারবেন।

পাসপোর্ট নাম্বার দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স চেক-


পাসপোর্ট নাম্বার দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স চেক করতে pcc.police.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে
মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
নিচের শর্তাবলী পড়ে নিতে পারেন।
তারপর Menu অপশন থেকে “My Account” অপশনে ক্লিক করে “Application Information” অপশনে রেফারেন্স নম্বর, পাসপোর্ট নম্বর ও মোবাইল নম্বর দিয়ে যাচাই করুন আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট হয়েছে কিনা।
এ বিষয়ে আরো বিস্তারিত জানতে নিচের নিয়ম অনুসরণ করুন।

ধাপ ১: পুলিশ ক্লিয়ারেন্স ওয়েবসাইটে লগইন
সর্বপ্রথম pcc.police.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে Sing in বাটনে ক্লিক করুন। তারপর মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে login করুন।
ধাপ ২: “My Account” অপশনে যান
এরপর Menu অপশন থেকে “My Account” বাটনে ক্লিক করে “Application Information” এ ক্লিক করলে একটি ফর্ম আসবে।
ধাপ ৩: তথ্য প্রদান করুন
এই ফর্মের ১ম ঘরে রেফারেন্স নম্বর, ২য় ঘরে পাসপোর্ট নম্বর ও ৩য় ঘরে মোবাইল নম্বর দিন।
ধাপ ৪: অনুসন্ধান করুন
অতঃপর এই তিনটি নম্বর সঠিকভাবে দিয়ে “Search” বাটনে ক্লিক করুন।
এখন হয়তো আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের স্ট্যাটাস দেখতে পারছেন। মূলত এরকম হবেই আপনি পাসপোর্ট নম্বর দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স চেক করতে পারবেন।
SMS এর মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্স চেক
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট চেক করার আরেকটি সহজ উপায় হচ্ছে এসএমএস। মোবাইলে একটি এসএমএস এর মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্সের স্ট্যাটাস জানতে পারবেন।
এজন্য সরাসরি আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে PCCSরেফারেন্স নাম্বার দিন। তারপর পাঠিয়ে দিন ২৬৯৬৯ এই নাম্বারে।
উদাহরণস্বরূপ: PSS S *********

কিভাবে পুলিশ ক্লিয়ারেন্স চেক করতে হয়?


পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের সর্বশেষ স্ট্যাটাস জানতে ফোনের এসএমএস অপশন থেকে PCCSReference Number টাইপ করে 26969 নাম্বারে পাঠিয়ে দিন।
কিছুক্ষণ অপেক্ষা করলে ফিরতি মেসেজের মাধ্যমে আপনার আবেদনের সর্বশেষ অবস্থা জানতে পারবেন।

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কি?


পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট হচ্ছে আপনার বিরুদ্ধে কোন থানায় মামলা আছে কি না তা যাচাই বাচাই করার পদ্ধতি। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট মূলত ভিসা আবেদন ও বিদেশ ভ্রমণের জন্য প্রয়োজন হয়। এছাড়াও অনেক সময় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করার সময় এই সার্টিফিকেটের প্রয়োজন হয়।
আপনারা খুব সহজেই পাসপোর্ট নাম্বার দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স অনলাইনে চেক করতে পারবেন, এর পাশাপাশি আপনারা এসএম এর মধ্যমে ও আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের আপডেট জানতে পারবেন।

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর জন্য অনলাইনে আবেদন


আপনারা ঘরে বসে https://pcc.police.gov.bd/ ওয়েবসাইট থেকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য প্রথমে আপনাদের উপরে শেয়ার করা লিংকে ক্লিক করতে হবে।
এরপর, Registration এ ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিতে হবে, এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের নির্ধারিত ফি ৫০০ টাকা বিকাশের মাধ্যমে পরিষোধ করতে হবে।
পুলিশ ক্লিয়ারেন্স আবেদনের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য
পুলিশ ক্লিয়ারেন্স আবেদনের জন্য পাসপোর্ট এর মেয়াদ নূন্যতম তিন (০৩) মাস থাকতে হবে।
বর্তমান ঠিকানা হিসেবে পাসপোর্টে উল্লিখিত স্থায়ী কিংবা জরুরী ঠিকানার যে কোন একটি ব্যবহার করতে হবে এবং আবেদনকারীকে অবশ্যই ঐ ঠিকানার বাসিন্দা হতে হবে।
পুলিশ ক্লিয়ারেন্স স্ট্যাটাস এর অর্থ আপনার পুলিশ ক্লিয়ারেন্স আবেদনের স্ট্যাটাস বিভিন্ন ধরণের হতে পারে। নিচে কিছু সাধারণ স্ট্যাটাস এবং তাদের অর্থ ব্যাখ্যা করা হলো:
স্ট্যাটাস অর্থ-
Under Verification আপনার আবেদনটি যাচাই প্রক্রিয়ায় রয়েছে।
Application Rejected আপনার আবেদনটি বাতিল করা হয়েছে। বাতিলের কারণ জানতে আপনার আবেদনপত্র পুনরায় চেক করুন অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন।
Certificate Printed আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রিন্ট করা হয়েছে।
By OC আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট থানার অফিসার ইনচার্জ (OC) এর স্বাক্ষরের জন্য পাঠানো হয়েছে।
Signed By DC/SP আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট জেলা প্রশাসক (DC) অথবা পুলিশ সুপার (SP) দ্বারা স্বাক্ষরিত হয়েছে।
Ready For MoFA Verification আপনার পুলিশ ক্লিয়ারেন্স রিপোর্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যাচাইকরণের জন্য পাঠানো হয়েছে।
Ready for delivery আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ডেলিভারির জন্য প্রস্তুত।
Delivered আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ডেলিভারি করা হয়েছে।
পাসপোর্ট ও ভিসা সম্পর্কে আরো জানুন

2 months ago (Oct 25, 2024)

About Author (64)

sharif
author

I am a student...... I am a simple boy............ my facebook page visit my recipe website প্রশ্নোত্তর সাইটের কাস্টমাইজ করা থীম প্রয়োজন হলে পেইজে মেসেজ দিন।স্বল্প মূল্যে দেওয়া হবে। Visit my Technology related website

Trickbd Official Telegram

3 responses to “পাসপোর্ট নাম্বার দিয়ে অনলাইনে কিভাবে পুলিশ ক্লিয়ারেন্স চেক করে”

Leave a Reply

Switch To Desktop Version