“””** আন্ড্রয়েড ফোনে কিবোর্ড ব্যবহার করতে চাইলে আপনার ফোনটি অবশ্যই OTG supported হতে হবে।

** এবং সেই সাথে একটি কিবোর্ড OTG কেবল থাকতে হবে।

.

আপনার ফোন OTG সাপোর্টেড নিশ্চিত হবার পর নিচের ধাপগুলো অনুসরণ করুন।


.
** কিবোর্ডটি OTG কেবলের সাথে সংযুক্ত করুন আর OTG কেবলটি ফোনের সাথে সংযুক্ত করুন।
,

** যুক্ত করার পর নোটিফিকেশন বারে ‘A’ এর মতো আইকন আসবে। (সব ফোনে আসে না)
,

** কিবোর্ড কাজ করছে কি না চেক করার জন্য CAPS LOCK বা NUM LOCK প্রেস করে দেখুন যদি কিবোর্ড এর লাইট গুলো ওন হয় তাহলে বুঝবেন কাজ করছে।

,
** এবার ফোনের সেটিং থেকে Language and Input এ প্রবেশ করে দেখুন সেখানে Physical / OTG keyboard নামে একটা নতুন অপশন আসছে। সেখানে ক্লিক করুন।
,

,

** এবার set up keyboard layout থেকে আপনার প্রয়োজনীয় ভাষা নির্বাচন করে লিখতে থাকুন।
,


,

** এখান থেকে প্রয়োজনীয় ভাষা সিলেক্ট করে নিন।
,

,
** বাংলা লিখতে না পারলে কিবোর্ড সংযুক্ত করার আগে রিডমিক এর অভ্র অপশন অন করে রাখুন। তাহলে সরাসরি বাংলা লিখতে পারবেন।

Office Suite বা Word প্রোগ্রামে লেখার
সময় কিবোর্ড এর প্রায়
সকল সর্টকার্ট ই কাজ করে। (cut,copy,past,blood,
undo,redo)

“””
.

শেষকথাঃ

এই আর্টিকেল থেকে যদি আপনি সামান্যতম উপকৃত হয়ে থাকেন তবে কমেন্টে ধন্যবাদ জানাতে ভুলবেন না। আর্টিকেলটি শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। আর আমার লেখা এরকমের আরো আর্টিকেল পড়ার জন্য এই ব্লগ টি ভিজিট করতে পারেন।

ফেইসবুকে আমি

One thought on "আন্ড্রয়েড ফোনে কম্পিউটার কিবোর্ড যুক্ত করে বাংলা, ইংরেজি, আরবি…. টাইপ করুন।"

  1. Sk Fazle Rabbi Contributor says:
    ভাই বাংলা লেখা যায় না ত

Leave a Reply