৩ অক্টোবর,২০১৬ থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এবং কুড়িগ্রাম জেলার ফুলবাড়িয়া উপজেলায়


স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু হতে যাচ্ছে। তাই
জেনে নিন বিতরণের সময়সূচী ও নিয়মাবলী।
শুরু হবে- বরিশালে ১১ জুন,২০১৭
এবং চলছে-ঢাকায় ,চট্টগ্রামে, রাজশাহীতে
স্মার্ট জাতীয় পরিচয়পত্র – জেনে নিন সংগ্রহ করার নিয়মাবলী
ও বিতরণের সময়সূচী
ওয়েবসাইট এর মাধ্যমে https://services.nidw.gov.bd/card_distribution
হেলপলাইন – ডায়াল করুন ১০৫
আপনার স্মার্ট কার্ড (জাতীয় পরিচয় পত্র) কবে কোথায়
দেওয়া হবে ?
দীর্ঘ ৫ বছরের অপেক্ষার পর (০৩ অক্টোবর) থেকে
দেওয়া হচ্ছে উন্নতমানের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা
স্মার্টকার্ড।
আপনার স্মার্ট কার্ড কবে কোথায় দেওয়া হবে তা জানতে যা
যা করতে হবে-
ক) ওয়েবসাইটের মাধ্যমেঃ
১. এই লিংকে প্রবেশ করুন- https://services.nidw.gov.bd/card_distribution
২. আপনার এনআইডি নম্বর বা ভোটার নিবন্ধন ফরমের স্লিপ
নম্বর, জন্ম তারিখ ও ক্যাপচা লিখুন।
৩. ‘কার্ড বিতরণ তথ্য দেখুন’ অপশনে ক্লিক করতে হবে।
৪. এরপর যে উইন্ডো আসবে সেখানেই থাকবে কবে,
কোন ক্যাম্পে আপনার স্মার্টকার্ডটি কবে দেওয়া হবে।
৫. যদি লেখা উঠে – “No data found for: Your card
distribution date is not scheduled yet, please try later.”;
তাহলে বুঝতে হবে আপনার এলাকায় কবে স্মার্ট কার্ড
দেওয়া হবে তার তারিখ এখনো নির্ধারিত হয়নি। আর কিছুদিন পর
আবার ট্রাই করবেন।
খ) মোবাইলের মেসেজের মাধ্যমেঃ
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SC লিখে স্পেস
দিয়ে ১৭ ডিজিটের এনআইডি নম্বর লিখতে হবে। যাদের
এনআইডি নম্বর ১৩ ডিজিটের, তারা প্রথমে জন্ম সাল যুক্ত
করে নেবেন। এরপর তা ১০৫ নম্বরে পাঠালেই ফিরতি
মেসেজে জানিয়ে দেওয়ার তথ্য।
বি.দ্র. ১৭ ডিজিটের NID (National ID) Card নম্বর লিখতে
হবে। যাদের NID নম্বর ১৩ ডিজিটের, তারা প্রথমে জন্ম সাল
যুক্ত করে নেবেন। যেমন: 1980 লিখে NID নম্বর শুরু
হবে।
এদিকে যারা এখনো NID পাননি তারা প্রথমে SC লিখে স্পেস
দেবেন। এরপর F লিখে স্পেস দিয়ে নিবন্ধন ফরম নম্বর
লিখবেন। আবারও স্পেস দিয়ে D লিখে yyy-mmm-ddd
ফরম্যাটে জন্মতারিখ লিখে ১০৫ নম্বরে মেসেজ সেন্ড
করবেন। ফিরতি মেসেজে আপনার এনআইডি কবে কোথায়
কোন ক্যাম্পে দেওয়া হবে তা জানানো হবে।
গ) মোবাইলের মাধ্যমে কল করেঃ
১০৫ নম্বরে কল করে প্রয়োজনীয় তথ্য দিয়ে জানতে
পারবেন।
উল্লেখ্য, ৩ অক্টোবর থেকে ঢাকার উত্তরা ও রমনা থানার
ভোটার ও কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায় দাসিয়াছড়ার
ভোটারদের স্মার্টকার্ড দেওয়া হবে। প্রথমে ঢাকার দুই সিটি,
এরপর অন্য নয় সিটি, তারপর জেলা পর্যায়ে স্মার্টকার্ড বিতরণ
করা হবে। সবশেষে পাবেন উপজেলা পর্যায়ের ভোটাররা।
এই তথ্যগুলো না জানার কারণে আপনার স্মার্ট কার্ডটি পেতে
সমস্যায় পড়তে পারেন। কারণ নির্দিষ্ট দিনে সশরীরে নির্দিষ্ট
স্থানে হাজির হয়ে আঙ্গুলের ছাপ দিয়ে পরিচয় নিশ্চিত করে
স্মার্ট কার্ড সংগ্রহ করতে হবে।

ফেছবুকে আমি

4 thoughts on "স্মার্ট জাতীয় পরিচয়পত্র – জেনে নিন সংগ্রহ করার নিয়মাবলী ও বিতরণের সময়সূচী ( শুরু হবে- বরিশালে ১১ জুন এবং চলছে-ঢাকায় ,চট্টগ্রামে, রাজশাহীতে)"

  1. Abdus Salam Author says:
    জানানোর জন্য ধন্যবাদ। আমি রাজশাহীতে আছি।
    1. Md Robin Author Post Creator says:
      tnx comment are jonoo bro
  2. md siraz Contributor says:
    hellow bro,amr sleep number hariye gese.kuno problem hobe ki?
  3. Imranpabna Contributor says:
    ETa ki nEw votAr suDhu paBe nAki sObar joNno..

Leave a Reply