বর্তমানে আমাদের দেশে অনেক রকম ভাবে মানুষকে
মানুষ ধোকা দিচ্ছে,
চলুন আজ আমরা ঢাকার কিছু,
ধোাকা দেওয়া গুলো জেনে নেই কীভাবে মানুষ ধোকা দিচ্ছে,?
১। ফার্মগেটে হঠাৎ দেখতে পেলেন, কতগুলো মানুষ একজন মানুষ কে মেরে রক্তাত্ত করে চলেছে আর সে আপনাকে বলছে ভাই, সাহায্য করেন। আপনি দয়া দেখাতে গিয়ে রক্ষা করতে এগিয়ে গেলেই বিপদ হতে পারে। ওরা আপনাকে মেরে সব কিছু নিয়ে যেতে পারে, কারণ তারা সংঘবদ্ধ প্রতারক চক্র।

২। ওভার ব্রিজ এর উপর মহিলা কাঁদছে যে, সে যার সাথে দেখা করবে তার মোবাইলে কল দিতে হবে কিন্তু তার কাছে টাকা নেই। বলবে আপনার মোবাইল দিয়ে সেই লোকের নাম্বারে মিসকল দিলেও সে ব্যাক করবে। আপনি কল দিলেন তো ফাঁদে পড়লেন। ওরা নিরীহ মানুষ দেখে তাদের নম্বর সংগ্রহ করে ও পরবর্তীতে সেই নাম্বারে কল করে লোভনীয় প্রস্তাব দেয়, রাজী হলে আপনাকে তাদের আস্তানাতে নিয়ে ব্লাক মেইল করবে।

৩। শাহবাগ, মহাখালী, যাত্রাবাড়ী জ্যামে আটকে আছেন, নানা ধরণের লিফলেট যেমনঃ দুর্বলতা,রোগে, নানা লোভে আপনাকে ফাঁদে ফেলার ব্যবস্থা। এমন বলে যে রুম ডেট এর ব্যবস্থা আছে।

৪। রাস্তায় সুন্দর চোখ এর বোরকা আলি আপনার সাথে কথা বলতে চায়, প্রেমের প্রস্তাব নয়, কিন্তু ইসারা, যে আপনি ভাববেন একটু চেষ্টা করলে কাছে পাবেন, যদি তাই ভাবেন তবে ধরা পড়ার সম্ভাবনা শতভাগ। আপনাকে তাদের আস্তানায় নিবে, তারপর আর কিছু আপনার করা লাগবে না। সব হারাবেন। মেয়ে দিয়ে ব্লাক মেইল করবে।

৫। গাবতলি, সায়েদাবাদ, কিংবা সদরঘাট , মাওয়া, আরিচা, দৌলতদিয়া ফেরি ঘাটে বসে আছেন, দেখলেন যে বাইরে তাস, লুডু ইত্যাদি খেলছে, কাছে গেলেন কি ফেঁসে গেলেন।

৬। যাত্রাপথে অপরিচিত লোক এর সাথে মতবিনিময় করবেন খুবই কম। আপনি যে স্থানে যাবেন সে স্থান যেন আপনার পরিচিত।

৭। রেলগাড়ির ছাঁদে চলাচল করা থেকে বিরত থাকবেন, কারণ এক দল ছেলে পাওয়া যায়, যারা রেলের ছাদের উপর থেকে ছিনতাই করে ছাদ থাকে ফেলে দেয়।

৮। লঞ্চ এ কম যাত্রী থাকলে উঠবেন না।

৯। যারা দ্রুত যাতায়াত এর জন্য স্পীড বোট এ যাতায়াত করবেন তারা টাকা বা মুল্যবান কিছু সাথে নিবেন না। কারণ দেখা গিয়েছে যে, এক দল আছে যারা বোট ছাড়ার পর নির্জন স্থানে বোট ভিড়িয়ে ছিনতাই করে আপনাকে নামিয়ে দিতে পারে।

১০। হেঁটে যেতে হলে বিভিন্ন বাসের মাঝখান দিয়ে যাওয়া অনুচিত কারণ নেশাখোর ওঁত পেতে থাকে ছিনতাই এর জন্য।

আমি শুধু ঢাকার কথা বললাম,তার মানে এই না যে ঢাকাতে, ?শুধু হয়,
সারাদেশে এই সবব হয়ে থাকে।


এছাড়াও যাতায়াতের সময় এ জাতীয় অন্যান্য ব্যাপারে সতর্ক থাকতে হবে। সচেতনতা সৃষ্টিতে শেয়ার করে সকলকে জানিয়ে দিন।

সবাইকে ?ধন্যবাদ
ফেজবুকে অামি

27 thoughts on "ধোকা খাওয়ার অাগে সাবধান হয়ে যান সবাই দেখবেন কাজে লাগবে"

  1. Asikur Contributor says:
    ধন্যবাদ
    1. হিরো অালম Author Post Creator says:
      Asikur ভাই অাপনাকেও ধন্যবাদ কমেন্ট করার জন্য
  2. Md.Al-amin Author says:
    অনেক সুন্দর একটা পোষ্ট
    1. হিরো অালম Author Post Creator says:
      কমেন্ট করার জন্য ধন্যবাদ
  3. Mahbub Pathan Author says:
    সুন্দর একটা বিষয় তুলে ধরলেন।
  4. Mahbub Pathan Author says:
    কিছুক্ষণ আগে দেখলাম, কাউছার। কমেন্ট করার পর দেখি হিরো আলম হয়ে গেলেন। হা…….হা…….হা।
    1. Md.Al-amin Author says:
      তাই তো
    2. হিরো অালম Author Post Creator says:
      অামি হিরো অালমের ফ্যন তো তাই
  5. #Rasel Contributor says:
    hero alom….gd post
    1. হিরো অালম Author Post Creator says:
      thanx
  6. Biplop Contributor says:
    হামরা বগুড়ার ছোল।
    1. হিরো অালম Author Post Creator says:
      ভালো
    1. হিরো অালম Author Post Creator says:
      thanx
    1. হিরো অালম Author Post Creator says:
      thanx
  7. mdmamunrahman5@ Contributor says:
    thanks you for your share
    1. হিরো অালম Author Post Creator says:
      thanx for comment
  8. SuperRox Author says:
    সঠিক কথা বলছেন। কোন সন্দেহ নেই।
    1. হিরো অালম Author Post Creator says:
      hamm
    1. হিরো অালম Author Post Creator says:
      thanx
    1. হিরো অালম Author Post Creator says:
      thanx to you
  9. fomor331 Subscriber says:
    এই লিংকে সুন্দরী মেয়েদের মোবাইল নম্বর দোওয়া হই http//:Farzanav.blogspot.com
  10. Md Khalid Author says:
    onek onek onek onek Thanks, for share this info.

Leave a Reply