আসসালামু আলাইকুম ।
আমি আজকে বেশী কথা বলব না । আজ আমি ট্রিকবিডি প্রেমীদের জন্য ইন্টারনেট জগতের প্রয়োজনীয় কিছু সাইটের লিংক এবং সংক্ষিপ্ত বিস্তারিত বলব সেই সাইট সম্পর্কে । এরকম পোস্ট কেউ করেছে কি না জানি না । যদি কোনো ভুলত্রুটি হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন । চলুন জেনে নিই নিচ থেকে ।
1. বাংলা ভাষায় খান একাডেমির ভিডিওঃ
http://khanacademy.org/intl/bn সালমান খানের সব ভিডিও ইংরেজি ভাষাতে । তবে, আনন্দের বিষয় হলো এই ভিডিওগুলো বিশ্বের বিভিন্ন ভাষাতে অনুদিত হয়েছে যার মধ্যে বাংলা ভাষাও রয়েছে । বিজ্ঞানের পাঠগুলোর বাংলা অনুবাদ তুমি এই ঠিকানায় পাবে । এখানকার ভিডিওগুলো জীবিজ্ঞান , রসায়ন , পদার্থবিজ্ঞান এবং জৈবরসায়ন এই চারভাগে ভাগ করা আছে । প্রত্যেক লিংকের শুরুতে তালিকা রয়েছে যা থেকে পছন্দের ভিডিও বাছাই করা যায় । আর আর গণিতের ভিডিও গুলো পাওয়া যাবে এই ঠিকানায় http://www.youtube.com/user/khanacademybangla এখানে ১২৫৮ টি ভিডিও রয়েছে ।
2. http://www.Bbcjanala.com
এটি একটি ইংরেজি ভাষা শেখার সাইট । ইন্টারনেটে ইংরেজি ভাষা শেখার অজস্র সাইট রয়েছে । তবে, এই সাইটটি আমাদের দেশের উপযোগী উদাহরণ এবং ব্যাখ্যার কারণে দেশে বেশি জনপ্রিয় ।
3. http://mathforum.org
এটি একটি জনপ্রিয় গণিত বিষয়ক সাইট । এই সাইটে স্কুল পর্যায়ে গণিতের বিভিন্ন বিষয় সহজ করে ব্যাখ্যা করা হয়েছে । এই সাইটে কোনো বিষয় পাওয়া না গেলে তা জানার জন্য Dr Math কে প্রশ্ন করা যায় ।
4. http://www.Matholympiad.org.Bd/forum এটি একটি গণিত বিষয়ক প্রশ্নোত্তর , আলোচনার সাইট । বাংলাদেশের গণিত অলিম্পিয়াডের শিক্ষক ও স্বেচ্ছাসেবকগন একটি পরিচালনা করেন । বাংলাদেশ ও আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের বিভিন্ন গাণিতিক সমস্যা নিয়ে এই ফোরামটিতে আলোচনা করা হয়ে থাকে ।
5. http://www.learningscience.org
হাতে কলমে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বিজ্ঞানের বিভিন্ন ভিষয় সম্পর্কে জানা যায় ।
6. http://www.Ebook.Gov.Bd
এটি বাংলাদেশের ই বুকের সমাহার । এখানে বিভিন্ন শ্রেনির বই ই বুকে সংরক্ষণ করা হয় । এই বই গুলো কম্পিউটার এর পর্দায় পড়া যায় , পাতা উল্টানো যায় । বই ডাউনলোড ও করা যায় ।
7. http://www.Moedu.Gov.Bd
এটি বাংলাদেশ সরকারের লযিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট । এতে দেশের শিক্ষা ব্যবস্থা সংক্রান্ত সকল নীতিনির্ধারনী বিষয় সম্পর্কে তথ্য প্রকাশ করা হয়ে থাকৈ । বিভিন্ন পাবলিক পরীক্ষা শুরু বা এর ফলাফল ঘোষণার তারিখ ইত্যাদি এই সাইট থেকে জানা যায় ।
8. http://en.wikipedia.org , http://bn.wikipedia.org
উইকিপিডিয়া ইন্টারনেটের সবচেয়ে বড় মুক্ত বিশ্বকোষ । এটি সারা বিশ্বের মানুষ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তৈরি করেছে এবং ক্রমাগত সমৃদ্ধ করে চলেছে । এটা 200 ভাষায় চালু আছে ।
আজ এখানেই শেষ করছি । ট্রিকবিডির সাথেই থাকুন ।
* খোদা হাফেজ
20 thoughts on "শিক্ষায় ইন্টারনেট ব্যবহার । ইন্টারনেট এর প্রয়োজনীয় সাইট এবং বিস্তারিত । দেখে নিন ১০০% কাজে আসবেই ।"