গত পর্বের লিস্টে দেয়া সাইটগুলো অনেকেই ফলো করেছেন এজন্যই এর ২য় পর্ব লিখলাম। এই পর্বের প্রথমে কিছু গুরুত্তপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করছি, আশা করি এতে অনেকেরই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।
FAQ
- এই কয়েন দিয়ে আমি কি করব? উত্তরঃ এই কয়েনগুলো আপনি সাইট সম্পূর্ণ লাঞ্চ হবার পূর্ব পর্যন্ত জমিয়ে রাখবেন। যখন সাইটগুলি সম্পূর্ণ লাঞ্চ হবে তখন আপনি কয়েনগুলো আপনার Bitcoin or Ethereum wallet এ নিতে পারবেন। বেশিরভাগ সাইট Ethereum wallet এ কয়েন পাঠায়, এজন্য Coinbase এর wallet এর পরিবর্তে Myetherwallet ব্যবহার করুন।
- সাইটগুলো কি স্কাম করবে? উত্তরঃ হ্যা, করতে পারে। তবে তার রেশিও অনেক কম, অর্থাৎ অধিকাংশ সাইট এর স্কাম করার সম্ভাবনা কম।
- আমি কতটুকু আয় করতে পারব? উত্তরঃ যেকোন Cryptocurrency এর দাম কয়েকদিন পর কত হবে তা বলা যায় না। ICO চলাকালীন সময়ে যে কয়েন এর দাম $1, ICO পরবর্তি সময়ে তা $5 থেকে $20 বা তারও বেশি হতে পারে। উক্ত সাইটগুলো থেকে প্রথমেই $1-$10 পর্যন্ত পাওয়া যায়, এবং ICO শেষ হবার পর তার দাম ২গুন বা আরো বেশি হতে পারে।
- Airdrop কি? উত্তরঃ ICO (initial coin offering বা ডিসকাউন্ট দিয়ে কয়েন বিক্রয়) এর সময় কিছু সাইট ইউজার বৃদ্ধির জন্য ফ্রিতে কয়েন দিয়ে থাকে যাকে Airdrop বলে।
আরো প্রশ্ন থাকলে আমাকে Telegram-এ নক করবেন। https://t.me/theb0t
ফ্রিতে কয়েন পাওয়ার জন্য নতুন ১০টি সাইট
সাইটগুলুর লিঙ্কের জন্য এখানে ভিজিট করুন।
- Zonto : সাইন আপের সাথে সাথে ১০০ কয়েন ফ্রি দেয়া হয়।
- ETHcombo : স্পিন করে ETH জিতে নিন। জয়েন করার জন্য ৫০ স্পিন ফ্রিতে দেয়া হয়। কত ডলার পাবেন তাও দেখানু হয়।
- Wizzle : ৫০ টা Wizzle Token পাবেন সাইন আপের সাথে।
- Lino Network : সাইন আপ এবং তাদের টেলিগ্রাম বোটে জয়েন করে ফ্রিতে ETH জিতে নিন।
- Cetoken : টুইটারে তাদের ফলো এবং রিটুইট করে 88 CET পাবেন।
- Tulip Co : সাইন আপের সাথে পাবেন ৫০টি টিউলিপ টোকেন।
- Legty : জয়েন করেই পাবেন ৫টি Legty Coin।
- Koin Net : নতুন ইউজাররা পাবেন ৫০টি Koin।
- Airfio : সাইন আপ করেই পাবেন ১০টি airfio tokens।
- Jusnaturale : ১০ টা Jus token ফ্রিতে নতুন ইউজারদের দেয়া হচ্ছে।
airdropalert.com এই সাইট থেকে নতুন কোন ICO airdrop হলে জানতে পারবেন।
9 thoughts on "আরো নতুন কিছু ICO সাইট থেকে সাইন আপ করেই ফ্রিতে কয়েন নিয়ে নিন"