এখন আমরা প্রায় সকলেই কম বেশি স্মার্টফোন ব্যবহার করি। এবং অনেকটা সময় ব্যায় করি এই স্মার্টফোনের পেছনে।
প্রতিনিয়ত আমাদের একরকম ফোনের ডিসপ্লে দেখতে দেখতে এবং ব্যবহার করতে করতে একটু হলেও খারাপ লাগা কাজ করতে শুরু করে।
কারন এক রকম টেস্ট প্রতিদিন ভালো লাগে না,তাই দরকার টেস্ট চেন্জ করা।
তবে আপনি যদি আপনার ফোনের ডিসপ্লেকে একটু ভিন্ন রকম ভাবে রাঙ্গিয়ে নেন তবে, একটু হলেও এক রকম টেস্ট থেকে মিলবে মুক্তি।
তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক:-
প্রথমে আপনাকে আপনার ফোনের সেটিংস এ যেতে হবে।
এরপর স্কলকরে নিচে ডেভলপার অপসন এ যান,
(যদি আপনার ফোনে ডেভলপার অপশন না থাকে তবে নিচের স্কিনসর্ট এর মতো about phone এ যান এবং build number এ ৭-১০ বার ক্লিক করুন। তাহলে ডেভলপার অপশন আসবে। এখন ডেভলপার অপসন এ যান)
তারপর Simulated color space খুঁজে বের করে তাতে ক্লিক করুন।
এখন আপনি দেখতে পাবেন অপশনটা Disableed করা আছে। এবং এর নিচে অনেক গুলো অপশন রয়েছে।
এখন যে কোন একটা পছন্দ করে তার উপরে ক্লিক করুন। তারপরে বের হয়ে আসুন।
এইবার দেখুন ফোনের ডিসপ্লে এর কালার চেন্জ হয়ে গেছে, এইভাবে প্রতিটা অপশন থেকে ভিন্ন ভিন্ন কালার ইফেক্ট দিতে পারবেন।
বি:দ্র: সবশেষ কালার ইফেক্ট এর স্কিনসর্ট দিতে পারলাম না তার জন্য দু:খিত,,,অনেক ট্রাই করেছি দেওয়ার জন্য কিন্তু কালার ইফেক্ট সহ স্কিনসর্ট নিচ্ছে না।
কোন ভূল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ধন্যবাদ।
ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
ধন্যবাদ সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।