আজকে আমি আপনাদের সামনে ঘড়ির একটি নিয়ম am এবং pm মানে কী? তা জানানোর জন্য হাজির হয়েছি। এটি মূলত ঘড়ির গণনার একটি নিয়ম। আমরা জানি যে, ঘড়ির সর্বোচ্চ সময় হচ্ছে ২৪ ঘন্টা। ঘড়িতে ২৪ আওয়ারস এবং ১২ আওয়ারসের একটি অপশন আছে। আমরা অধীকাংশরাই ১২ আওয়ারসের অপশন ব্যবহার করি। তাই ঘড়ির মধ্যে দুই সময়ে ১২টার অপশন আসে। তো দুই ১২টার মধ্যে কোনটি কোন সময়ের ১২টা তা বুঝানোর জন্যই এই am এবং pm নামে দুটি ফরম্যাটে ভাগ করা হয়েছে। তো এই am এবং pm কী বা কেন? তা জানার জন্য আমাদের সবার মনে একটা কৌতুহল জাগে।
রাত্রে যে ১২টা হয় সেই ১২টাকে বুঝাতে am শব্দটির ব্যবহার হয়। আর দুপুর সময়ে যে ১২টা হয় সেই ১২টাকে বুঝাতে এই pm শব্দটি ব্যবহার করা হয়। অর্থাৎ রাত ১২টা থেকে পর দিন সকাল ১১টা ৫৯ মিনিট পর্যন্ত am বলতে হয়। এবং দুপুর ১২টা থেকে ওই দিন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত pm বলতে হয়।
এতক্ষণতো কোন সময়ে am হয় এবং কোন সময়ে pm হয় তা আমরা জানলাম। এইবার চলুন এই am এবং pm নাম দেওয়ার কারণ কী তা জানা যাক। আসলে am এর পূর্ণরূপ হচ্ছে Ante Meridiem যার অর্থ হচ্ছে মধ্যাহ্নের আগে অর্থাৎ মধ্যভাগের আগে। আর pm এর পূর্ণরূপ হচ্ছে Post Meridiem যার অর্থ হচ্ছে মধ্যাহ্নের পরে অর্থাৎ মধ্যভাগের পরে।
তাহলে আজকে আমরা এই পোস্টের মাধ্যমে সহজেই জেনে নিলাম যে, ঘড়ির কাটার am এবং pm মানে কী, এটি কেন ব্যবহৃত হয় এবং এগুলোর পূর্ণরূপ কী। অনেকে হয়তো এই বিষয়টি জানেন, আবার অনেকেই হয়তো জানেননা। তাই যারা জানেননা তাদের উদ্দেশ্যেই আজকের আমার এই পোস্ট।
সৌজন্যে – আমার ব্লগ সাইট – www.OwnTips.ml.
?????
o’ means on the clock