এই পোস্ট টি আমি কোনো অ্যাপ বা ওয়েবসাইট রিভিউ নিয়ে লিখিনাই।

পোস্ট লিখেছি Camtasia 8 এর ডাউনলোড লিংক নিয়ে।

আমি নিজেই Camtasia ব্যবহার করি। কিন্তু দুর্ভাগ্যবসত Camtasia 9 ব্যবহার করতে পারি না।

Camtasia 9 এ ভিডিও বানানোড় সময় সেই ভিডিও প্লে হয় ঠিকই। কিন্তু তা দেখা যায় না।

এই সমস্যা নিয়ে অনেক কেই নক করেছি।

তারা বলেছে PC Accessories আপডেট করতে হবে। কিন্তু আমি তো ভাই ওত বড় ইউটিউবার না। অত টাকাউ নেই। তাই অন্য পথ খুজছিলাম।

তারপর ভাবলাম Camtasia 8 ব্যবহার করলে মনে হয় কাজ হতে পারে।

অনেক কেই Camtasia  8 এর জন্য নক করেছি। কেউ ডাউনলোড লিংক দিতে পারেনি।

ইউটিউব বা অন্যান্য জায়গাতে সার্চ করে যে ভিডিও গুলো পেয়েছিলাম। সেগুলোর লিংক ও চেঞ্জ হয়ে গেছে।

তবে অনেক কষ্টে Camtasia  8 খুঁজে পেয়েছি।

সেটি এখন ব্যবহার করছি। স্ক্রিন রেকর্ড সহ ভিডিও এডিট করছি কোনো সমস্যাই হচ্ছে না।

Camtasia 8 টি আমি গুগল ড্রাইভে আপলোড করেছি।

আপনাদের সাথে শেয়ার করার জন্যে।

ভাবলাম আমার মত অনেকেই থাকতে পারে যাদের PC কনফিগারেশন লো লেভেলের জন্যে Camtasia  ব্যবহার করতে পারেন না।

তাই আপনাদের সাথে শেয়ার করছি।

সফটওয়্যার টি গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। (সাইজঃ- ২৪০ মেগাবাইট)

আমি জানি আপনারা গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করতে পারবেন।

তারপরেউ একটু দেখিয়ে দেই।

লিংকে প্রবেশ করার পরে নিচের মত পেইজ দেখতে পারবেন।

ওহ

একটা বিষয় তো জানানোই হলো না। আমি যে সফটওয়্যার টি শেয়ার করছি। সেটা শুধুমাত্র 32bit এর উইন্ডোজ এর জন্যে।

যাইহোক,

নিচের ছবিতে দেখানো জায়গাতে ক্লিক করুন।

তারপর নিচের ছবিতে দেখানো জায়গাতে ক্লিক করুন।

দেখুন ডাউনলোড শুরু হয়ে গেছে।

ডাউনলোড কমপ্লিট হলে zip ফাইল টি extract করে তারপর ইন্সটল করে নিবেন।

এবং তারপর আরামছে ভিডিও এডিট করতে থাকুন।

এই পোস্টের আলোচনা এই পর্যন্তই।

ভুলত্রুটি মার্জনা করবেন।


পোস্ট টা সবার ভালো না ও লাগতে পারে।

  • যদি ভালো না লাগে তাহলে কোনো বাজে কম্মেন্ট না করে পোস্ট টি এড়িয়ে যান।
  • আর ভালো লাগলে কষ্ট করে পোস্ট টি তে লাইক দিয়ে আপনার মন্তব্য টা জানিয়ে দিবেন প্লিজ।

 

আমার ইউটিউব চ্যানেলে

1K সাবস্ক্রাইব হতে সাহায্য করুন

ফেইসবুকে আমি

আল্লাহ হাফেজ

10 thoughts on "Camtasia 9 ব্যবহার করতে সমস্যা হচ্ছে? নিন Camtasia 8.1.2"

  1. Avatar photo Ashraf uddin Author says:
    একবার মেবি শেয়ার হইছে তবু ধন্যবাদ।
    1. Avatar photo Tuhin Author Post Creator says:
      wlcm bro
  2. Avatar photo Shuaib Islam Contributor says:
    Vai ram to 2gb thaka lage naki?
    1. Avatar photo Tuhin Author Post Creator says:
      hm
  3. Avatar photo Nishat Roni Contributor says:
    Vai, 32 bit er jonne
    Download link den???
    1. Avatar photo Tuhin Author Post Creator says:
      আসলে আমার ল্যাপটপ এর হার্ড ডিস্ক ফর্মেট হয়ে গেছে।
      তাই এখন আর পোস্ট করছি না ভাই।
      পরে ৩২ বিটের টা পেলে পোস্ট করার চেষ্টা করবো জনাব।
    2. Avatar photo Nishat Roni Contributor says:
      Accha vai
    1. Avatar photo Tuhin Author Post Creator says:
      thanks
  4. mdselimalazad Contributor says:
    Google drive error link

Leave a Reply